পঞ্চম অধ্যায় 
                                
                                
                            
                        
                        
                            
                                
                                অপরাধ, দণ্ড ও বিচার 
                                
                                
                            
                        
                     
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ৪ এর বিধান লংঘনের দণ্ড    
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৪। কোন ব্যক্তি যদি ধারা ৪ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ১০ (দশ) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।   
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১০ এর বিধান লংঘনের দণ্ড   
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৫। কোন ব্যক্তি যদি ধারা ১০ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ২ (দুই) বৎসর এবং অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ডে এবং ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। 
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৫ এর বিধান লংঘনের দণ্ড    
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৬। কোন ব্যক্তি যদি ধারা ১৫ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ১০ (দশ) বৎসর এবং অন্যূন ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে এবং ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।  
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৪ এর বিধান লংঘনের দণ্ড     
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৭। কোন ব্যক্তি যদি ধারা ১৪ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ১০ (দশ) বৎসর এবং অন্যূন ৬ (ছয়) বৎসর কারাদণ্ডে এবং ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।    
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৬ এর বিধান লংঘনের দণ্ড      
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৮। কোন ব্যক্তি যদি ধারা ১৬ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ২ (দুই) বৎসর এবং অন্যূন ১(এক) বৎসর কারাদণ্ডে এবং ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।      
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৭ এর বিধান লংঘনের দণ্ড         
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ২৯। কোন ব্যক্তি যদি ধারা ১৭ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৩(তিন) বৎসর এবং অন্যূন ১(এক) বৎসর কারাদণ্ডে এবং ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে বা প্রতিশ্রুত পণ্য বা মূল্যের দ্বিগুণ অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।       
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৮ এর বিধান লংঘনের দণ্ড           
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩০। কোন ব্যক্তি যদি ধারা ১৮ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর এবং অন্যূন ১(এক) বৎসর কারাদণ্ডে এবং ৩ (তিন) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।          
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ১৯ এর বিধান লংঘনের দণ্ড              
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩১। কোন ব্যক্তি যদি ধারা ১৯ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ২ (দুই) বৎসর কারাদণ্ডে এবং ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।            
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ২০ এর বিধান লংঘনের দণ্ড           
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩২। কোন ব্যক্তি যদি ধারা ২০ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ১ (এক) বৎসর এবং অন্যূন ৬ (ছয়) মাস কারাদণ্ডে এবং ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।          
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ২১ এর বিধান লংঘনের দণ্ড           
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৩। কোন ব্যক্তি যদি ধারা ২১ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ২ (দুই) বৎসর কারাদণ্ডে এবং ২০ (বিশ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।         
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ধারা ২৩ এর বিধান লংঘনের দণ্ড          
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৪। কোন ব্যক্তি যদি ধারা ২৩ এর বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৩ (তিন) বৎসর এবং অন্যূন ২ (দুই) বৎসর কারাদণ্ডে এবং ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।        
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের উল্লেখ নেই এইরূপ কোন বিধান লংঘনের দণ্ড           
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৫। কোন ব্যক্তি যদি এই আইনে সুনির্দিষ্টভাবে দণ্ডের বিধান উল্লেখ নাই এইরূপ কোন বিধান লংঘন করেন, তাহা হইলে উক্ত লংঘন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনূর্ধ্ব ৫ (পাঁচ) বৎসর এবং অন্যূন ২(দুই) বৎসর কারাদণ্ডে এবং ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।       
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             অপরাধ পুন:সংঘটনের দণ্ড             
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৬। এই আইনে উল্লিখিত কোন অপরাধের জন্য কোন ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃপুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করিলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হইবেন।             
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             কোম্পানী, ইত্যাদি কর্তৃক অপরাধ সংঘটন                 
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৭। কোন কোম্পানী কর্তৃক এই আইনের অধীন কোন অপরাধ সংঘটিত হইলে উক্ত অপরাধের সহিত প্রত্যক্ষ সংশ্লিষ্টতা রহিয়াছে কোম্পানীর এইরূপ প্রত্যেক পরিচালক, ম্যানেজার, সচিব, অংশীদার, কর্মকর্তা এবং কর্মচারী উক্ত অপরাধ সংঘটন করিয়াছেন বলিয়া গণ্য হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে পারেন যে, উক্ত অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রোধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।
 
 
ব্যাখ্যা    -    এই ধারায়—
 
 
 (ঙ)	‘‘কোম্পানী’’ অর্থে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান, অংশীদারী কারবার, সমিতি, সংঘ এবং সংগঠনও অন্তর্ভুক্ত;
 
 
 (চ)	বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘‘পরিচালক’’ অর্থে উহার কোন অংশীদার বা পরিচালনা বোর্ডের সদস্যও অন্তর্ভুক্ত।
 
 
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত কোম্পানী আইনগত ব্যক্তি স্বত্ত্বা বিশিষ্ট (Body Corporate) হইলে, উক্ত উপ-ধারায় উল্লিখিত ব্যক্তিকে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা ছাড়াও উক্ত কোম্পানীকে আলাদাভাবে একই কার্যধারায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা যাইবে, তবে ফৌজদারী মামলায় উহার উপর সংশ্লিষ্ট বিধান অনুসারে শুধু অর্থদণ্ড আরোপ করা যাইবে।
                    
                    
                    
                    
                    
                    
                
 
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             ফৌজদারী কার্যবিধির প্রয়োগ     
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৮। এই আইনের বিধানাবলীর সহিত অসংগতিপূর্ণ না হওয়া সাপেক্ষে, এই আইনের অধীন অপরাধের তদন্ত, বিচার, আপীল ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ফৌজদারী কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হইবে।     
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                    
                        
                        
                        
                        
                        
                        
                            
                            
                            
                            
                            
                             অপরাধের আমলযোগ্যতা ও অজামিনযোগ্যতা     
                            
                            
                        
                        
                    
                
                
                    
                    ৩৯। ফৌজদারী কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ আমলযোগ্য ও অজামিনযোগ্য হইবে।   
                    
                    
                    
                    
                    
                    
                
             
            
            
                
            
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs