প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৪ নং আইন )

দ্বিতীয় অধ্যায়

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনার লাইসেন্স, ইত্যাদি

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা ও লাইসেন্সের প্রয়োজনীয়তা
৪। (১) কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না।
 
 
(২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, লাইসেন্সের অধীন নিম্নবর্ণিত পণ্য বা সেবার ক্ষেত্রে মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করা যাইবে, যথা:—
 
 
(ক) গৃহস্থালী পণ্য ;
 
 
(খ) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য ;
 
 
(গ) হোম এপ্লায়েন্স পণ্য ;
 
 
(ঘ) প্রসাধন ও টয়লেট্রিজ পণ্য ;
 
 
(ঙ) হারবাল পণ্য ;
 
 
(চ) টেলিযোগাযোগ সেবা বা উহার ব্যবহারযোগ্য পণ্য ;
 
 
(ছ) প্রশিক্ষণ সংক্রান্ত পণ্য ও সেবা ; এবং
 
 
(জ) কৃষিজ ও কৃষিজাত পণ্য।
 
 
(৩) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উপ-ধারা (২) এ উল্লিখিত পণ্য বা সেবার তালিকা সংশোধন করিতে পারিবে।
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs