প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৪ নং আইন )

চতুর্থ অধ্যায়

মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা

পণ্যের মোড়কাবদ্ধকরণ
১৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, মোড়কজাতকরণ ব্যতীত মাল্টি-লেভেল মার্কেটিং পদ্ধতিতে কোন পণ্য বিপণন করা যাইবে না।
 
 
(২) উপ-ধারা (১) এর অধীন মোড়কাবদ্ধকরণের ক্ষেত্রে প্রত্যেক মোড়কে, অন্যান্য বিষয়ের মধ্যে, স্পষ্টভাবে নিম্নবর্ণিত তথ্য লিপিবদ্ধ করিতে হইবে, যথা:—
 
 
(ক) পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশের নাম;
 
 
(খ) পণ্যের ওজন, পরিমাণ ও ব্যবহার বিধি;
 
 
(গ) পণ্যের সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য;
 
 
(ঘ) পণ্য উৎপাদনের তারিখ;
 
 
(ঙ) পণ্য প্যাকেটজাতকরণের তারিখ;
 
 
(চ) পণ্যের মেয়াদোত্তীর্ণের তারিখ অথবা ওয়ারেন্টি বা গ্যারান্টির মেয়াদ; এবং
 
 
(ছ) পণ্যের গুণগতমান সংক্রান্ত তথ্য।
 
 
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs