প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৭ নং আইন )

সিনেট
২২। (১) বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণে সর্বময় ক্ষমতার অধিকারী হইবে সিনেট।
 
 
(২) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিনেট গঠিত হইবে, যথা:—
 
 
(ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
 
 
(খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন পূর্ণকালীন সদস্য;
 
 
(গ) সচিব, শিক্ষা মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(ঘ) সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(ঙ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(চ) সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(ছ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অথবা তদকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(জ) প্রো-ভাইস চ্যান্সেলর;
 
 
(ঝ) মহাপরিচালক, সমূদ্র পরিবহন অধিদপ্তর;
 
 
(ঞ) নৌ-বাহিনী প্রধান কর্তৃক মনোনীত রিয়াল এডমিরাল পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(ট) মহাপরিচালক, বাংলাদেশ কোস্টগার্ড;
 
 
(ঠ) ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন;
 
 
(ড) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ (এক) জন অধ্যাপক;
 
 
(ঢ) ট্রেজারার;
 
 
(ণ) অনুষদসমূহের ডিন;
 
 
(ত) অঙ্গীভূত বা অধিভুক্ত কলেজ, একাডেমি, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের প্রধানগণের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত ১ (এক) জন প্রতিনিধি;
 
 
(থ) চেয়ারম্যান, নটিক্যাল ইনস্টিটিউট (এনআই লন্ডন) এর বাংলাদেশ শাখা;
 
 
(দ) চেয়ারম্যান, ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সাইন্স এন্ড টেকনোলজি (ইমারেস্ট-লন্ডন) এর বাংলাদেশ শাখা;
 
 
(ধ) বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত অ্যালামনাই এসোসিয়েশনের ২ (দুই) জন প্রতিনিধি;
 
 
(ন) রেজিস্ট্রার, যিনি সিনেটের সাচিবিক দায়িত্ব পালন করিবেন।
 
 
(৩) সিনেটে মনোনীত সদস্যগণ প্রত্যেকে তাঁহার মনোনয়নের তারিখ হইতে ৩ (তিন) বৎসর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন।
 
 
(৪) সিনেটের কোন সদস্য যে পদ বা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিনেটের সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন না।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs