মুদ্রণ ও প্রকাশনা বিভাগ
৪২। বিশ্ববিদ্যালয়ের একটি মুদ্রণ ও প্রকাশনা বিভাগ থাকিবে এবং উক্ত বিভাগ নিম্নবর্ণিত কার্যাদি সম্পন্ন করিবে:—
(ক) প্রশ্নপত্র মুদ্রণ;
(খ) উত্তরপত্র প্রস্ত্তত;
(গ) গবেষণামূলক প্রবন্ধ, পুস্তক, জার্নাল ইত্যদি মুদ্রণ ও প্রকাশ; এবং
(ঘ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত অন্যান্য কার্যাদি।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs