প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৪৯ নং আইন )

পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদী, নানা-নানীর ভরণ-পোষণ
৪। প্রত্যেক সন্তান তাহার—
 
 
(ক) পিতার অবর্তমানে দাদা-দাদীকে; এবং
 
 
(খ) মাতার অবর্তমানে নানা-নানীকে—
 
 
ধারা ৩ এ বর্ণিত ভরণ-পোষণ প্রদানে বাধ্য থাকিবে এবং এই ভরণ পোষণ পিতা-মাতার ভরণ-পোষণ হিসাবে গণ্য হইবে।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs