নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫২ নং আইন )

নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় একটি ট্রাস্ট স্থাপনের উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষার নিমিত্ত একটি ট্রাস্ট স্থাপন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতার ধরন

৪। অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস

৫। ডাউন সিনড্রোম

৬। বুদ্ধিপ্রতিবন্ধিতা

৭। সেরিব্রাল পালসি

৮। ট্রাস্ট স্থাপন

৯। ট্রাস্টের কার্যালয়

১০। ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য

১১। উপদেষ্টা পরিষদ

১২। প্রশাসন ও পরিচালনা

১৩। ট্রাস্টি বোর্ড গঠন

১৪। চেয়ারপারসন এবং সদস্যবৃন্দের যোগ্যতা ও অযোগ্যতা

১৫। পদত্যাগ, অপসারণ বা দায়িত্ব পালনে অসমর্থতা

১৬। চেয়ারপারসন পদে সাময়িক শূন্যতা পূরণ

১৭। ট্রাস্টের কার্যাবলী

১৮। বোর্ডের সভা

১৯। বোর্ডের দায়িত্ব

২০। জেলা ও অন্যান্য কমিটি

২১। সংগঠন, নিবন্ধন, ইত্যাদি

২২। নিবন্ধিত সংগঠন বরাবরে সহায়তা প্রদান, ইত্যাদি

২৩। অভিভাবকত্বের জন্য আবেদন, অভিভাবক নিয়োগ, ইত্যাদি

২৪। সাক্ষাৎকার, পরিদর্শন, ইত্যাদি

২৫। নিয়োগপ্রাপ্ত অভিভাবককে অব্যাহতি, ইত্যাদি

২৬। ট্রাস্টের তহবিল

২৭। বাজেট

২৮। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

২৯। ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারী

৩০। ব্যবস্থাপনা পরিচালক।

৩১। প্রতিবেদন

৩২। ক্ষমতা অর্পণ

৩৩। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৪। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৫। অস্পষ্টতা দূরীকরণ

৩৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ