পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৩ নং আইন )

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা বন্দরের জন্য

পায়রা বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন
যেহেতু পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রাবনাবাদ চ্যানেলে অবস্থিত পায়রা বন্দর পরিচালনা, ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ নামে একটি বন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদদ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বন্দর সীমানা

৪। কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। কর্তৃপক্ষের কার্যালয়

৬। পরিচালনা ও প্রশাসন

৭। বোর্ড গঠন, ইত্যাদি

৮। বোর্ডের সভা

৯। কমিটি

১০। উপদেষ্টা কমিটি

১১। কর্তৃপক্ষের কার্যাবলী

১২। কর্তৃপক্ষের ক্ষমতা

১৩। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ইত্যাদির সহযোগিতা গ্রহণ

১৪। সংরক্ষিত বন্দর এলাকা ঘোষণা

১৫। কর্তৃপক্ষের পণ্যের নিয়ন্ত্রণ গ্রহণ

১৬। শুল্ক কর্মকর্তাদের কাজের জন্য প্রয়োজনীয় স্থান সংরক্ষণ

১৭। কর্তৃপক্ষের পাইলট সার্ভিস প্রদানের ক্ষমতা, ইত্যাদি

১৮। বেসরকারি ডক নির্মাণ, ইত্যাদির অনুমোদনের ক্ষমতা

১৯। নদী ব্যবহার কর আরোপের ক্ষমতা

২০। কোম্পানী গঠন, ইত্যাদি

২১। অপারেটর নিয়োগ

২২। খনন এবং ভরাট নিষিদ্ধকরণ

২৩। ডক, মুরিং, এ্যাংকরেজ, ইত্যাদি হইতে জাহাজ স্থানান্তর

২৪। কর, মাশুল ইত্যাদির তফসিল

২৫। মাশুল, ইত্যাদি মওকুফ

২৬। ফি, কর, টোল, রেইট, মাশুল, বকেয়া, ইত্যাদি আদায়

২৭। অভ্যন্তরীণ নৌ-যানসমূহের তালিকাভুক্তি

২৮। টোল, ইত্যাদির ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বস্বত্ব

২৯। ফ্রেইট বিষয়ে জাহাজের স্বত্বাধিকারীর পূর্বস্বত্ব

৩০। পণ্য বিক্রয়ের মাধ্যমে অনাদায়ী টোল আদায়

৩১। জাহাজ ত্যাগে বিধি-নিষেধ

৩২। বন্দরের স্থাপনা ও সম্পত্তি ইজারা প্রদান

৩৩। বন্দর ছাড়পত্র, ইত্যাদি

৩৪। অদাবীকৃত পণ্য, ইত্যাদি অপসারণ

৩৫। নিলামের মাধ্যমে মাশুল, ইত্যাদি আদায়

৩৬। কর্তৃপক্ষের তহবিল, ইত্যাদি

৩৭। তহবিল ব্যবহার

৩৮। ঋণ গ্রহণের ক্ষমতা

৩৯। বাজেট বিবরণী

৪০। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

৪১। দণ্ড

৪২। দূষণের জন্য শাস্তি

৪৩। সম্পদের ক্ষতিপূরণ আদায়

৪৪। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

৪৫। Code of Criminal Procedure, 1898 (Act No. V of 1898) এর প্রয়োগ

৪৬। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি

৪৭। প্রেষণে নিয়োগ, ইত্যাদি

৪৮। জনসেবক

৪৯। ক্ষমতা অর্পণ

৫০। প্রবেশ, ইত্যাদির ক্ষমতা

৫১। কর্তৃপক্ষের জন্য জমি হুকুমদখল বা অধিগ্রহণ

৫২। বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি

৫৩। মামলা দায়েরের সীমাবদ্ধতা

৫৪। বিধি প্রণয়নের ক্ষমতা

৫৫। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৫৬। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ