প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৩ নং আইন )

তৃতীয় অধ্যায়

কর্তৃপক্ষের কার্যাবলী ও ক্ষমতা

কর্তৃপক্ষের কার্যাবলী
১১। কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :-
 
 
(ক) বন্দর পরিচালনা, ব্যবস্থাপনা, উন্নয়ন, সম্প্রসারণ ও সংরক্ষণ;
 
 
(খ) বন্দর সংশ্লিষ্ট সকল ধরনের সেবা ও সুবিধাদি প্রদানের উদ্দেশ্যে প্রবেশ পথ (approach) চিহ্নিতকরণ, সংরক্ষণসহ যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণ;
 
 
(গ) বন্দরের মধ্যে সকল ধরনের জাহাজ চলাচল, নোঙর করানো ও এতদ্‌সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী নিয়ন্ত্রণ;
 
 
(ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বন্দরের কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় অন্যান্য কার্য সম্পাদন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs