গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৬ নং আইন )

Grameen Bank Ordinance, 1983 (Ordinance No. XLVI of 1983) রহিতক্রমে উহা পুনঃ প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Grameen Bank Ordinance, 1983 রহিতক্রমে উক্ত বিষয়ে যুগোপযোগী আকারে পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য ও অন্যান্য আইনের প্রযোজ্যতা

৪। ব্যাংক স্থাপন

৫। প্রধান কার্যালয়, ইত্যাদি

৬। অনুমোদিত মূলধন

৭। পরিশোধিত শেয়ার মূলধন

৮। নির্দেশনা এবং তত্ত্বাবধান

৯। বোর্ড

১০। চেয়ারম্যান

১১। পরিচালকগণের কার্যকাল

১২। সাময়িক শূন্যতা পূরণ

১৩। শূন্যতা, ইত্যাদির কারণে কার্যধারা অবৈধ না হওয়া

১৪। ব্যবস্থাপনা পরিচালক

১৫। পরিচালকগণের দায়িতব

১৬। পদত্যাগ

১৭। সভা

১৮। কমিটি

১৯। ব্যাংকের কার্যাবলী

২০। অননুমোদিত ব্যবসা পরিচালনায় বিধি নিষেধ

২১। বন্ড, ডিবেঞ্চার ইস্যু, ইত্যাদি

২২। হিসাব

২৩। নিরীক্ষা

২৪। রিটার্ন

২৫। সংরক্ষিত তহবিল

২৬। মুনাফার ব্যবহার

২৭। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ

২৮। ব্যাংকের পাওনা আদায়

২৯। ক্ষমতা অর্পণ

৩০। দণ্ড, ইত্যাদি

৩১। অপরাধের আমলযোগ্যতা

৩২। আয়কর হইতে অব্যাহতি

৩৩। অবসায়ন

৩৪। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৫। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৬। অসুবিধা দূরীকরণ

৩৭। রহিতকরণ ও হেফাজত