পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ৫৭ নং আইন )

Rural Electrification Board Ordinance, 1977 (Ordinance No. LI of 1977) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু পল্লী এলাকা ও কতিপয় অন্যান্য এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে কৃষি বিপ্লব, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও অবকাঠামোগত উন্নয়নের উদ্দেশ্যে বিদ্যুৎ শক্তির কার্যকর ব্যবহার অব্যাহত রাখা এবং পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে Rural Electrification Board Ordinance, 1977 (Ordinance No. LI of 1977) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের মাধ্যমে একটি পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা এবং এতদ্‌সংক্রান্ত বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বোর্ড প্রতিষ্ঠা

৪। বোর্ডের কার্যালয়

৫। বোর্ডের গঠন

৬। বোর্ডের কার্যাবলী

৭। অনুমতিপত্রের অধিকারী হওয়া

৮। চেয়ারম্যান ও সদস্যের কার্যাবলী

৯। বোর্ডের সভা

১০। চুক্তি সম্পাদন

১১। প্রতিবেদন

১২। ঋণ গ্রহণের ক্ষমতা

১৩। বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিধানাবলী

১৪। কতিপয় বিদ্যুৎ পদ্ধতির পরিচালনা, ইত্যা

১৫। প্রবেশাধিকার

১৬। ভূগর্ভস্থ, ভূমিস্থ ও ভূউপরিস্থ কাঠামো স্থাপনের ক্ষমতা

১৭। বোর্ড বা সমিতি, ইত্যাদির জন্য ভূমি অধিগ্রহণ

১৮। তহবিল

১৯। বাজেট

২০। হিসাব ও নিরীক্ষা

২১। ট্যারিফ প্রস্তাব, ইত্যাদি

২২। পাওনা অর্থ আদায়

২৩। উপদেষ্টা ও পরামর্শক নিয়োগ

২৪। কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ

২৫। জনসেবক

২৬। ক্ষমতা অর্পণ

২৭। নির্দেশনা প্রদানের ক্ষমতা

২৮। বিধি প্রণয়নের ক্ষমতা

২৯। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩০। জরুরী ও অত্যাবশ্যকীয় সার্ভিস

৩১। বোর্ড, ইত্যাদিকে দোকান, বাণিজ্যিক স্থাপনা, কারখানা, শিল্প ইত্যাদি হিসাবে ব্যাখ্যা না করা

৩২। অবসায়ন

৩৩। রহিতকরণ ও হেফাজত

৩৪। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ, ইত্যাদি