বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬১ নং আইন )

Bangladesh Travel Agencies (Registration and Control) Ordinance রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন
যেহেতু Bangladesh Travel Agencies (Registration and Control), Ordinance, 1977 (ordinance No. XLVIII of 1977) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ—

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

২ক। আইনের প্রাধান্য

৩। নিবন্ধন কর্তৃপক্ষ

৪। নিবন্ধন সনদ ব্যতীত ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠার উপর নিষেধাজ্ঞা

৫। নিবন্ধন সনদ ইস্যু, ইত্যাদি

৬। নিবন্ধন সনদ প্রাপ্তির যোগ্যতা

৭। নিবন্ধন সনদের মেয়াদ ও নবায়ন

৮। নিবন্ধন সনদ হস্তান্তর, ঠিকানা পরিবর্তন, ইত্যাদি

৯। নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল

১০। নিবন্ধন কর্তৃপক্ষের আদেশের বিরুদ্ধে আপিল

১১। অপরাধ ও দণ্ড

১১ক। অপরাধের আপসযোগ্যতা (Offences to be compoundable)

১১খ। কোম্পানি ও প্রতিষ্ঠান কর্তৃক অপরাধ সংঘটন

১১গ। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি

১১ঘ। আদেশ জারির ক্ষমতা

১২। বিধি প্রণয়নের ক্ষমতা

১৩। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

১৪। রহিতকরণ ও হেফাজত