প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ তাঁত বোর্ড আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৪ নং আইন )

তাঁতী সমিতি গঠন, নিবন্ধন, ইত্যাদি
১১। (১) তাঁত শিল্পের উন্নয়ন ওতাঁতীদের কল্যাণার্থে তাঁতী সমিতি গঠন করা যাইবে।
 
 
(২) তাঁতী সমিতি গঠন এবং উহার শ্রেণীবিন্যাস, নিবন্ধন, পরিদর্শন, নিরীক্ষা ও নিয়ন্ত্রণ, ইত্যাদি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও, প্রযোজ্য ক্ষেত্রে, ফি প্রদান সাপেক্ষে হইবে।
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs