ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, ২০১৩

( ২০১৩ সনের ৬৫ নং আইন )

ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাতকরণ বাধ্যতামূলককরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধানকল্পে প্রণীত আইন
যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৮ মোতাবেক জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা রাষ্ট্রের অন্যতম কর্তব্য; এবং
 
 
যেহেতু জনসাধারণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনের লক্ষ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধের উদ্দেশ্যে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ ও ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেল বিক্রয়, সংরক্ষণ, সরবরাহ, বিপণন বা বাজারজাতকরণ বাধ্যতামূলককরণ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইলঃ-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। এই আইন অতিরিক্ত গণ্য হওয়া

৪। ভোজ্যতেলের বাধ্যতামূলক সমৃদ্ধকরণ

৫। পরিশোধিত ভোজ্যতেল আমদানীর ক্ষেত্রে বিধি নিষেধ

৬। ভিটামিন ‘এ’ সমৃদ্ধ ভোজ্যতেলের বোতল, প্যাকেট, টিন বা অন্যান্য আধারের গায়ে ব্যবহার্য মোড়ক (label)

৭। খুচরা ও পাইকারী বিক্রেতার দায়িত্ব

৮। হোটেল, রেস্তোঁরা এবং বাণিজ্যিকভাবে খাদ্যদ্রব্য প্রস্ত্ততকরণের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলী

৯। গুণগতমান নিশ্চিতকরণের লক্ষ্যে ভোজ্যতেল পরিশোধনকারী বা সমৃদ্ধকারীর দায়িত্ব

১০। তদারকি ও পরিদর্শন, ইত্যাদি

১১। শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি, সমীক্ষা, ইত্যাদি

১২। সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার সহযোগিতা

১৩। বিএসটিআই বা ভোজ্যতেল সমৃদ্ধকারী বা পরিশোধনকারী কর্তৃক অনুসরণীয় নির্দেশাবলী

১৪। প্রতিবেদন

১৫। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

১৬। দন্ড

১৭। জরিমানার অর্থ আদায় ও জরিমানার আদেশের বিরুদ্ধে আপিল ।

১৮। অপরাধের বিচার, ইত্যাদি

১৯। বিচার ও আপীলের ক্ষেত্রে অন্য আইনের প্রযোজ্যতা

২০। মোবাইল কোর্টের এখতিয়ার

২১। তফসিল সংশোধনের ক্ষমতা

২২। বিধি প্রণয়নের ক্ষমতা

২৩। আইনের ইংরেজিতে অনূদিত পাঠ

তফসিল

SCHEDULE