৩। Customs Act, 1969 (Act No. IV of 1969), অতঃপর Customs Act বলিয়া উল্লিখিত, এর section 192C এর-
(ক) sub-section (1) এর-
(অ) clause (a) এর sub-clause (ii) এর প্রান্তস্থিত "and" শব্দটি বিলুপ্ত হইবে;
(আ) clause (b) এর-
(i) প্রান্তস্থিত ‘(.)’ ফুলস্টপ’ চিহ্নটির পরিবর্তে "; and" সেমিকোলন ও শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং
(ii) পর নিম্নরূপ নূতন clause (c) সংযোজিত হইবে, যথাঃ-
"(c) penalty related pending disputes including those of customs classification under mandatory pre-shipment inspection system.";
(খ) sub-section (2) এর clause (d) তে উল্লিখিত ‘‘ goods ’’ শব্দটির পর
‘‘, except disputes related to customs classification and penalty thereof, pending under mandatory pre-shipment inspection system’’ কমাগুলি ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।
Act No. IV of 1969 এর FIRST SCHEDULE এর প্রতিস্থাপন
৪। Customs Act এর "FIRST SCHEDULE" এর পরিবর্তে এই আইনের তফসিল-১ এ উল্লিখিত "FIRST SCHEDULE" (পৃথকভাবে মুদ্রিত) প্রতিস্থাপিত হইবে।