তৃতীয় অধ্যায়
Customs Act, 1969 (Act No. IV of 1969) এর সংশোধন
Act No. IV of 1969 এর section 192C এর সংশোধন
৩।
Customs Act, 1969 (Act No. IV of 1969), অতঃপর Customs Act বলিয়া উল্লিখিত, এর section 192C এর-
(ক) sub-section (1) এর-
(অ) clause (a) এর sub-clause (ii) এর প্রান্তস্থিত "and" শব্দটি বিলুপ্ত হইবে;
(আ) clause (b) এর-
(i) প্রান্তস্থিত ‘(.)’ ফুলস্টপ’ চিহ্নটির পরিবর্তে "; and" সেমিকোলন ও শব্দটি প্রতিস্থাপিত হইবে; এবং
(ii) পর নিম্নরূপ নূতন clause (c) সংযোজিত হইবে, যথাঃ-
"(c) penalty related pending disputes including those of customs classification under mandatory pre-shipment inspection system.";
(খ) sub-section (2) এর clause (d) তে উল্লিখিত ‘‘ goods ’’ শব্দটির পর
‘‘, except disputes related to customs classification and penalty thereof, pending under mandatory pre-shipment inspection system’’ কমাগুলি ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs