প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০১৪

( ২০১৪ সনের ৪ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের ধারা ৩৭ এর সংশোধন
৬২। উক্ত আইনের ধারা ৩৭ এর উপ-ধারা (২) এর দফা (ঙ) তে উল্লিখিত ‘‘উপকরণ ক্রয় সংক্রান্ত তথ্য’’ শব্দগুলির পর ‘‘২৪ ঘন্টার মধ্যে’’ সংখ্যা ও শব্দগুলি সন্নিবেশিত হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs