প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০১৪

( ২০১৪ সনের ৪ নং আইন )

পঞ্চম অধ্যায়

মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২২ নং আইন) এর সংশোধন

১৯৯১ সনের ২২ নং আইনের দ্বিতীয় তফসিলের সংশোধন
৬৪। উক্ত আইনের দ্বিতীয় তফসিলের অনুচ্ছেদ ৭ এর -
 
 
(ক) দফা (ঘ) বিলুপ্ত হইবে;
 
 
(খ) দফা (ঙ) এর পরিবর্তে নিম্নরূপ দফা (ঙ) প্রতিস্থাপিত হইবে, যথা:-
 
 
‘‘(ঙ) কৃষিকাজের সহিত সংশ্লিষ্ট পোকামাকড় দমন ও বালাইনাশক কার্যক্রম;’’;
 
 
(গ) দফা (ছ) এর প্রান্তস্থিত দাঁড়ির পরিবর্তে সেমিকোলন প্রতিস্থাপিত হইবে, এবং অতঃপর নিম্নরূপ নূতন দফা (জ) সংযোজিত হইবে, যথা:-
 
 
‘‘(জ) ইউনিয়ন পরিষদ কর্তৃক পরিচালিত কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচী এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচী।’’।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs