পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪

( ২০১৪ সনের ৮ নং আইন )

Chittagong Hill Tracts Development Board Ordinance, 1976 রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Chittagong Hill Tracts Development Board Ordinance, 1976 (Ordinance No. LXXVII of 1976) রহিতপূর্বক সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বোর্ড প্রতিষ্ঠা

৪ । বোর্ডের কার্যালয়

৫। সাধারণ পরিচালনা ও প্রশাসন

৬। চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সদস্য

৭। চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও সদস্যদর অযোগ্যতা, অপসারণ ও পদত্যাগ

৮। পরিচালনা বোর্ড গঠন

৯। বোর্ডের কার্যাবলি, ইত্যাদি

১০। পরিচালনা বোর্ডের সভা

১১। পরামর্শক কমিটি

১২। অন্যান্য সংস্থার মাধ্যমে প্রকল্প বা স্কিম বাস্তবায়ন

১৩। তহবিল

১৪। প্রবেশের ক্ষমতা

১৫। ভূমি অধিগ্রহণ

১৬। ঋণ গ্রহণের ক্ষমতা

১৭। বোর্ডের কমকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি

১৮। বাজেট

১৯। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২০। প্রতিবেদন

২১। নির্দেশনা প্রদানের ক্ষমতা

২২। বিধি প্রণয়নের ক্ষমতা

২৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

২৫। রহিতকরণ ও হেফাজাত