প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) আইন, ২০১৪

( ২০১৪ সনের ১০ নং আইন )

পঞ্চম অধ্যায়

জাতীয় ডিএনএ ডাটাবেইজ

জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা
২৪। (১) সরকার, ডিএনএ ল্যাবরেটরী কর্তৃক সম্পাদিত ডিএনএ প্রোফাইল সম্বলিত নিম্নবর্ণিত ইনডেক্সসমূহ সমন্বয়ে একটি জাতীয় ডিএনএ ডাটাবেইজ প্রতিষ্ঠা করিবে, যথা :-
 
 
(ক) অপরাধস্থল ইনডেক্স;
 
 
(খ) সাজাপ্রাপ্ত অপরাধী ইনডেক্স;
 
 
(গ) অজ্ঞাত ব্যক্তিদের ইনডেক্স; এবং
 
 
(ঘ) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত অন্য কোন ইনডেক্স।
 
 
(২) উপ-ধারা (১) এ বর্ণিত ইনডেক্সসমূহে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ডিএনএ প্রোফাইল এবং ডিএনএ সংক্রান্ত অন্যান্য তথ্যাদি অন্তর্ভুক্ত থাকিবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs