ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইন, ২০১৪

( ২০১৪ সনের ১২ নং আইন )

Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ ও উৎসাহ প্রদান, পুঁজিবাজার উন্নয়ন, সঞ্চয় সংগ্রহ এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সহায়তা প্রদানের লক্ষ্যে Investment Corporation of Bangladesh Ordinance, 1976 (Ordinance No. XL of 1976) রহিতক্রমে উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 
 

সেহেতু, এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রধান্য

৪। প্রতিষ্ঠা এবং নিগমিতকরণ

৫। প্রধান কার্যালয়, শাখা, ইত্যাদি

৬। পরিচালনা এবং তত্ত্বাবধান

৭। বোর্ড

৮। ব্যবস্থাপনা পরিচালক

৯। পরিচালকগণের যোগ্যতা ও অযোগ্যতা

১০। বোর্ডের সভা

১১। নির্বাহী কমিটি

১২। কমিটি

১৩। উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, কর্মকর্তা, উপদেষ্টা, ইত্যাদি নিয়োগ

১৪। অধীনস্থ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ইত্যাদি নিয়োগ

১৫। সভায় উপস্থিতির জন্য সম্মানী প্রদান

১৬। বিশ্বস্ততা এবং গোপনীয়তার ঘোষণা

১৭। কর্পোরেশনের ব্যবসা পরিচালনার ক্ষমতা

১৮। অধীনস্থ কোম্পানি

১৯। শেয়ার মূলধন

২০। কতিপয় শেয়ার সিকিউরিটিজ হিসাবে গণ্য হওয়া

২১। স্থানীয় বা বিদেশী প্রতিষ্ঠান বা ব্যক্তির সহিত চুক্তি, ইত্যাদি

২২। শেয়ারের নম্বর

২৩। নিবন্ধন বহি সংরক্ষণ

২৪। ট্রাস্ট সম্পর্কিত নোটিশ

২৫। শেয়ারহোল্ডারদের যোগ্যতা

২৬। বার্ষিক সাধারণ সভা

২৭। তহবিল গঠন ও মুনাফা বণ্টন

২৮। ঋণ গ্রহণ ক্ষমতা

২৯। নিরীক্ষা, ইত্যাদি

৩০। রিটার্ন

৩১। সম্মত সময়ের পূর্বে পাওনা আদায়ের ক্ষমতা

৩২। কর্পোরেশনের পাওনা আদায়

৩৩। বিশেষ ক্ষমতা

৩৪। শর্ত আরোপের ক্ষমতা

৩৫। কর ও শুল্ক হইতে অব্যাহতি

৩৬। ক্ষমতা অর্পণ

৩৭। অপরাধ ও দণ্ড

৩৮। কর্পোরেশনের অবসায়ন

৩৯। বিধি প্রণয়নের ক্ষমতা

৪০। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৪১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৪২। রহিতকরণ ও হেফাজত

তফসিল

Schedule