উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৪
                        
                        
                    
                    
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                             (
                                
                                    
                                        ২০১৪ সনের ১৪ নং
                                        
                                            
                                            আইন
                                        
                                    
                                    
                                
                                )
                            
                        
                    
                
             
         
    
    
   
    
    
        
        
        
            
                
                
                    
                        
                            
                                
                                
                                ৬ষ্ঠ অধ্যায়
                                
                                
                            
                        
                        
                            
                                
                                বোর্ডের প্রধান নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী, ইত্যাদি
                                
                                
                            
                        
                     
                
                
                    
                    
                
                
                       
                           
                           
                           
                           
                           
                           
                               
                               
                               
                               
                               
                                বোর্ডের প্রধান নির্বাহী ও সচিব
                               
                               
                           
                           
                       
                
                
                    
                    ২২। (১) চেয়ারম্যান বোর্ডের প্রধান নির্বাহী হইবেন।
 
 
(২)	বোর্ডের একজন সচিব থাকিবেন, যিনি সরকারের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্দিষ্ট শর্তে নিযুক্ত হইবেন। 
 
 
(৩)	সচিব বোর্ডের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন। 
 
 
(৪)	সচিব বোর্ড এবং চেয়ারম্যান কর্তৃক সময় সময় তাহার উপর অর্পিত দায়িত্বসহ নির্ধারিত কার্যাবলী সম্পাদন করিবেন।
 
 
(৫)	সচিব এর পদ শূন্য হইলে কিংবা অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্য পদে নবনিযুক্ত সচিব কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা সচিব পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার সচিব এর দায়িত্ব পালনের লক্ষ্যে তদ্বিবেচনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে।
                    
                    
                    
                    
                    
                    
                
 
            
            
                
            
        
            
                
                
                
                    
                    
                
                
                       
                           
                           
                           
                           
                           
                           
                               
                               
                               
                               
                               
                                কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি
                               
                               
                           
                           
                       
                
                
                    
                    ২৩। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী বোর্ড উহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকুরির শর্তাবলী প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হইবে।
 
 
(২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন চেয়ারম্যান, জরুরী প্রয়োজনে, আউটসোর্সিং এর মাধ্যমে অনধিক ৩ (তিন) মাসের জন্য অস্থায়ীভাবে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারি নিয়োগ করিতে পারিবেন।
                    
                    
                    
                    
                    
                    
                
 
            
            
                
            
        
        
        
        
    
    
        
        Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division 
        Ministry of Law, Justice and Parliamentary Affairs