প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪

( ২০১৪ সনের ১৯ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,-
 
 
(১) ‘‘কমিটি’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত নির্বাহী কমিটি, অডিট কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি, কারিগরী উপদেষ্টা কমিটি এবং অন্যান্য কমিটি বা উপ-কমিটি।
 
 
(২) ‘‘কুটিরশিল্প’’ অর্থ সার্বক্ষণিক বা খণ্ডকালীন পেশা হিসাবে একটি পরিবারের সদস্যবৃন্দ বা অনুরূপ পেশার কতিপয় ব্যক্তির, যাহারা নিজদিগকে সমবায় সমিতিভুক্ত করিয়াছেন, দ্বারা পরিচালিত কোন শিল্প;
 
 
(৩) ‘‘কৃষি’’ অর্থ-
 
 
(ক) যে কোন ধরনের শস্য উৎপাদন;
 
 
(খ) উদ্যানকর্ষণ (horticulture);
 
 
(গ) বনায়ন;
 
 
(ঘ) মৎস্য চাষ, উৎপাদন ও প্রক্রিয়াকরণ;
 
 
(ঙ) পশুজাত পণ্য প্রক্রিয়াকরণ;
 
 
(চ) পোল্ট্রি ও পশুখাদ্য উৎপাদন;
 
 
(ছ) পশুপালন;
 
 
(জ) হাঁস-মুরগীর খামার পরিচালন;
 
 
(ঝ) দুগ্ধ খামার পরিচালন;
 
 
(ঞ) মৌমাছি পালন;
 
 
(ট) রেশম চাষ; এবং
 
 
(ঠ) অনুরূপ কোন কৃষিভিত্তিক শিল্প;
 
 
(৪) ‘‘কৃষিজীবী’’ অর্থ কৃষি পণ্যের উৎপাদন, উন্নয়ন, মজুদকরণ, গুদামজাতকরণ, বিপণন বা প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত কোন ব্যক্তি, এবং উক্তরূপ যে কোন কার্যের সহিত সম্পৃক্ত, কোন আইনের অধীন নিগমিত বা নিবন্ধিত, কোন পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা সমবায় সমিতিও উহার অন্তর্ভুক্ত হইবে;
 
 
(৫) ‘‘ক্ষুদ্র কৃষিজীবী’’ অর্থ একজন কৃষিজীবী যাহার দখলে একখণ্ড জমি বা জলাশয় রহিয়াছে, যাহা তাহার বা তাহার পরিবারের সদস্যদের দ্বারা চাষাবাদ বা ভিন্নভাবে ব্যবহৃত হয়;
 
 
(৬) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান;
 
 
(৭) ‘‘নির্ধারিত’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত;
 
 
(৮) ‘‘পরিচালক’’ অর্থ বোর্ডের কোন পরিচালক;
 
 
(৯) ‘‘বাংলাদেশ ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P.O.NO.127 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংক;
 
 
(১০) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক;
 
 
(১১) ‘‘ব্যাংক’’ অর্থ ধারা ৪ এর উপ-ধারা (১) এর অধীন প্রতিষ্ঠিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক;
 
 
(১২) ‘‘বোর্ড’’ অর্থ ধারা ৮ এর অধীন গঠিত ব্যাংকের পরিচালনা বোর্ড;
 
 
(১৩) ‘‘সমবায় সমিতি’’ অর্থ সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭নং আইন) এর অধীন নিবন্ধিত কোন সমিতি।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs