বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আইন, ২০১৫

( ২০১৫ সনের ২ নং আইন )

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উৎকর্ষতা আনয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রণীত আইন
যেহেতু বিদ্যুৎ ও জ্বালানির বহুমুখী ব্যবহারের ক্ষেত্র চিহ্নিতকরণ, জ্বালানি সংরক্ষণ ও রূপান্তরসহ উহার নিরাপত্তা নিশ্চিত করিবার স্বার্থে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রযুক্তিগত উৎকর্ষতা সাধন জরুরী; এবং
 
 
 
 
যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উক্ত খাতের গবেষণা, গবেষণার মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন ও উৎকর্ষতা সাধন, নূতন প্রযুক্তি উদ্ভাবন, জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও বিজ্ঞানীদের গবেষণা কার্যে সম্পৃক্তকরণের প্রক্রিয়া সমন্বয়ের জন্য জাতীয়ভাবে প্রাতিষ্ঠানিক কার্যক্রম গ্রহণ করা আবশ্যক; এবং
 
 
 
 
যেহেতু উক্ত উদ্দেশ্যসমূহ সাধনকল্পে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু, ‌এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা :-
 
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কাউন্সিল প্রতিষ্ঠা

৪। কাউন্সিলের কার্যালয়

৫। কাউন্সিলের দায়িত্ব ও কার্যাবলী

৬। পরিচালনা ও প্রশাসন

৭। গভর্নিং বডি

৮। প্রধান নির্বাহী

৯। গভর্নিং বডির সভা

১০। কাউন্সিলের সচিব

১১। উপদেষ্টা পরিষদ

১২। উপদেষ্টা পরিষদের কার্যাবলী

১৩। উপদেষ্টা পরিষদের সভা

১৪। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্যানেল

১৫। পরামর্শক সেবা গ্রহণ

১৬। কমিটি গঠন

১৭। সম্মানী

১৮। কাউন্সিলের কর্মকর্তা ও কর্মচারী

১৯। ক্ষমতা অর্পণ

২০। গবেষণা স্বত্ব

২১। ঋণ গ্রহণের ক্ষমতা

২২। কাউন্সিলের তহবিল

২৩। বাজেট

২৪। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২৫। নির্দেশনা প্রদানে সরকারের সাধারণ ক্ষমতা

২৬। প্রতিবেদন

২৭। বিধি প্রণয়নের ক্ষমতা

২৮। প্রবিধান প্রণয়ণের ক্ষমতা

২৯। ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ