ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫

( ২০১৫ সনের ৫ নং আইন )

ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থ হিসাবে উহার অপব্যবহার রোধ করিবার উদ্দেশ্যে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু ফরমালিন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি রাসায়নিক পদার্থ; এবং
 
 
 
 
যেহেতু খাদ্য দ্রব্যের সংরক্ষণ, পচনরোধ বা অন্য কোন উদ্দেশ্যে অননুমোদিত, মাত্রাতিরিক্ত ও অপ্রয়োজনীয় ফরমালিন ব্যবহার অনিরাময়যোগ্য রোগ ব্যাধির সৃষ্টি করিতেছে; এবং
 
 
যেহেতু ফরমালিনের উক্তরূপ ব্যবহারের ফলে সামগ্রিকভাবে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হইতেছে; এবং
 
 
 
 
যেহেতু ফরমালিনের উক্তরূপ অপব্যবহার রোধ করা প্রয়োজন; এবং
 
 
 
 
যেহেতু জনস্বাস্থ্য রক্ষার প্রয়োজনে ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং ক্ষতিকর পদার্থ হিসাবে উহার অপব্যবহার রোধ করিবার উদ্দেশ্যে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। ফরমালিন আমদানি, উৎপাদন, ইত্যাদি ক্ষেত্রে লাইসেন্সের অপরিহার্যতা

৫। লাইসেন্স, লাইসেন্সিং কর্তৃপক্ষ, ইত্যাদি

৬। হিসাব বহি, রেজিস্টার, ইত্যাদি সংরক্ষণ ও মাসিক প্রতিবেদন দাখিল

৭। প্রবেশ, ইত্যাদি ক্ষমতা

৮। ফরমালিন বিক্রয়ের দোকান, ইত্যাদি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করিবার ক্ষমতা

৯। ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি, ইত্যাদি

১০। তদন্তের ক্ষমতা

১১। পরোয়ানা জারী, ইত্যাদির ক্ষমতা

১২। পরোয়ানা ব্যতিরেকে তল্লাশী, ইত্যাদির ক্ষমতা

১৩। আটক, ইত্যাদি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিতকরণ

১৪। প্রকাশ্য স্থান বা যানবাহনে আটক বা গ্রেফতারের ক্ষমতা

১৫। তল্লাশী, ইত্যাদির পদ্ধতি

১৬। পারস্পরিক সহযোগিতার বাধ্যবাধকতা

১৭। মামলার তদন্ত হস্তান্তর

১৮। গ্রেফতারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সংক্রান্ত বিধান

১৯। বাজেয়াপ্তকরণ, ইত্যাদি

২০। লাইসেন্স ব্যতীত ফরমালিনের আমদানি, উৎপাদন বা মজুদের দণ্ড।

২১। লাইসেন্সের শর্ত ভঙ্গ করার দণ্ড

২২। লাইসেন্স ব্যতীত ফরমালিন বিক্রয় বা ব্যবহারের দণ্ড

২৩। লাইসেন্স ব্যতীত ফরমালিন পরিবহন বা দখলে রাখার দণ্ড

২৪। ফরমালিন উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি, ইত্যাদি রাখার দণ্ড

২৫। অপরাধ সংঘটনে গৃহ বা যানবাহন, ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড

২৬। মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়েরের দণ্ড

২৭। অপরাধ সংঘটনে সহায়তার দণ্ড

২৮। অপরাধ পুনঃসংঘটনের দণ্ড

২৯। অর্থ দণ্ড আদায়, ইত্যাদি

৩০। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

৩১। অপরাধ সম্পর্কে অনুমান

৩২। রাসায়নিক পরীক্ষাগার স্থাপন, পরীক্ষক নিয়োগ ও রিপোর্ট

৩৩। ক্ষতিপূরণ, ইত্যাদির দাবী অগ্রহণযোগ্য

৩৪। অপরাধের বিচার

৩৫। মোবাইল কোর্টের এখতিয়ার

৩৬। বিধি প্রণয়নের ক্ষমতা

৩৭। অব্যাহতি, ইত্যাদি

৩৮। Act XIV of 1974 Schedule সংশোধন

৩৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ