ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫

( ২০১৫ সনের ৫ নং আইন )

২০। লাইসেন্স ব্যতীত ফরমালিনের আমদানি, উৎপাদন বা মজুদের দণ্ড।

২১। লাইসেন্সের শর্ত ভঙ্গ করার দণ্ড

২২। লাইসেন্স ব্যতীত ফরমালিন বিক্রয় বা ব্যবহারের দণ্ড

২৩। লাইসেন্স ব্যতীত ফরমালিন পরিবহন বা দখলে রাখার দণ্ড

২৪। ফরমালিন উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি, ইত্যাদি রাখার দণ্ড

২৫। অপরাধ সংঘটনে গৃহ বা যানবাহন, ইত্যাদি ব্যবহার করিতে দেওয়ার দণ্ড

২৬। মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়েরের দণ্ড

২৭। অপরাধ সংঘটনে সহায়তার দণ্ড

২৮। অপরাধ পুনঃসংঘটনের দণ্ড

২৯। অর্থ দণ্ড আদায়, ইত্যাদি

৩০। কোম্পানী কর্তৃক অপরাধ সংঘটন

৩১। অপরাধ সম্পর্কে অনুমান

৩২। রাসায়নিক পরীক্ষাগার স্থাপন, পরীক্ষক নিয়োগ ও রিপোর্ট

৩৩। ক্ষতিপূরণ, ইত্যাদির দাবী অগ্রহণযোগ্য

৩৪। অপরাধের বিচার

৩৫। মোবাইল কোর্টের এখতিয়ার

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs