যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) আইন, ২০১৫

( ২০১৫ সনের ৮ নং আইন )

যুব সংগঠনসমূহের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে উহাদেরকে অধিকতর কার্যকর করিবার লক্ষ্যে যুব সংগঠনসমূহের নিবন্ধন এবং পরিচালনার জন্য বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু যুব সংগঠনসমূহের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে উহাদেরকে অধিকতর কার্যকর করিবার লক্ষ্যে যুব সংগঠনসমূহের নিবন্ধন এবং পরিচালনার জন্য বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রযোজ্যতা

৪। যুব সংগঠন নিবন্ধন

৫। যুব সংগঠনের কার্যক্রম পরিচালনা, ইত্যাদি

৬। নিবন্ধনের শর্তাবলি, ইত্যাদি

৭। যুব সংগঠনের গঠনতন্ত্র সংশোধন

৮। যুব সংগঠনের নিবন্ধন বাতিল

৯। নির্বাহী পরিষদ বাতিলকরণ

১০। যুব সংগঠনের বিলুপ্তি

১১। স্বেচ্ছা অবসায়ন

১২। অবসায়ক নিয়োগ, নির্বাহী পরিষদ অকার্যকর করা, ইত্যাদি

১৩। জাতীয় যুব কাউন্সিল গঠন

১৪। নিবন্ধন সনদ বা স্বীকৃতিপত্র ব্যতিরেকে যুবসংগঠন পরিচালনার দণ্ড

১৫। মিথ্যা তথ্য প্রদান, ব্যক্তিগত বা রাজনৈতিক দলীয় স্বার্থে সংগঠনের ব্যবহার, ইত্যাদির দণ্ড

১৬। অপরাধ বিচারার্থে গ্রহণ

১৭। বিচার, ইত্যাদি

১৮। হিসাবরক্ষণ, নিরীক্ষা ও প্রতিবেদন

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। অস্পষ্টতা দূরীকরণ

২১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ