প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

অর্থ আইন, ২০১৫

( ২০১৫ সনের ১০ নং আইন )

চতুর্থ অধ্যায়

Income-tax Ordinance, 1984 (Ord. No. XXXVI of 1984) এর সংশোধন

Ordinance No. XXXVI of 1984 এর section 46B এর সংশোধন
২০। উক্ত Ordinance এর section 46B এর-
 
(ক) sub-section (2) এর-
 
 
(অ) clause (a) এর পর নিম্নরূপ নূতন clause (aa) সন্নিবেশিত হইবে, যথা :-
 
"(aa) automobile manufacturing industry;";
 
(আ) clause (d) এর পর নিম্নরূপ নূতন clause (dd) সন্নিবেশিত হইবে, যথা :-
 
"(dd) bi-cycle manufacturing industry;";
 
(ই) clause (gg) এর “Hoffmann Kiln” শব্দগুলির পর “or Tunnel Kiln” শব্দগুলি সন্নিবেশিত হইবে;
 
 
(ঈ) clause (q) এর ”or” শব্দটি বিলুপ্ত হইবে, এবং অত:পর clause (q) এর পর নিম্নরূপ নূতন clause (qq) সন্নিবেশিত হইবে, যথা :-
 
"(qq) tyre manufacturing industry; or ";
 
(খ) sub-section (11) এর "are not fulfilled" শব্দগুলির পর "or any individual not being a Bangladeshi citizen is employed or allowed to work without prior approval of the Board of Investment or any competent authority of the Government, as the case may be, for this purpose" শব্দগুলি ও কমাগুলি সন্নিবেশিত হইবে।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs