পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৯ নং আইন )

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানী গঠন ও এতদ্‌সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য একটি কোম্পানী গঠন ও এতদ্‌সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা:-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য ও প্রয়োগ

৪। কোম্পানী গঠন এবং নিগমিতকরণ

৫। প্রধান কার্যালয়, ইত্যাদি

৬। অনুমোদিত মূলধন

৭। কোম্পানীর কার্যাবলি

৮। কোম্পানী পরিচালনা

৯। বোর্ড

১০। ব্যবস্থাপনা পরিচালক এবং অন্যান্য পরিচালকের কার্যাবলি

১১। কোম্পানীর পরিচালকগণের অযোগ্যতা এবং অপসারণ

১২। বোর্ডের সভা

১৩। কমিটি

১৪। কর্মকর্তা-কর্মচারি,ইত্যাদি নিয়োগ

১৫। ক্ষমতা অর্পণ

১৬। হিসাব পরিচালনা

১৭। সিকিউরিটিতে বিনিয়োগ

১৮। শেয়ার সমর্পণ

১৯। ঋণ গ্রহণের ক্ষমতা

২০। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২১। প্রতিবেদন, ইত্যাদি

২২। পরিচালনা কার্যক্রম, ইত্যাদি

২৩। বার্ষিক সাধারণ সভা

২৪। সংরক্ষিত তহবিল

২৫। জনসেবক

২৬। চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রকল্প পরিচালক ও অন্যান্য পরিচালকের দায়মুক্তি

২৭। সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন

২৮। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৯। ভূমি অধিগ্রহণ, ইত্যাদি

৩০। কোম্পানীর অবসায়ন

৩১। বিধি প্রণয়নের ক্ষমতা

৩২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৩৩। তফসিল সংশোধনের ক্ষমতা

৩৪। রহিতকরণ ও হেফাজত

৩৫। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE