প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৪ নং আইন )

সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে -
 
 
(১) ‘‘কর্পোরেশন’’ অর্থ ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন;
 
 
(২) ‘‘চুক্তি’’ অর্থ ‘ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন’ শীর্ষক আন্তর্জাতিক সংস্থা গঠন ও পরিচালনার জন্য ১১ এপ্রিল, ১৯৫৫ তারিখে ব্যাংকের নির্বাহী পরিচালকগণ কর্তৃক অনুমোদিত (পরবর্তীকালে ১ সেপ্টেম্বর, ১৯৬১ এবং ২৫ আগস্ট, ১৯৬৫ তারিখে কর্পোরেশনের বোর্ড অব গভর্নরস’ সভার সিদ্ধান্তক্রমে সংশোধিত) Articles of Agreement, এবং উহার অনুবলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষরিত বা গৃহীত হইতে পারে এমন কোন চুক্তি;
 
 
(৩) ‘‘সদস্য’’ অর্থ কর্পোরেশনের সদস্য।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs