চতুর্থ অধ্যায়
কাউন্সিলের কর্মবিভাগ, দায়িত্ব, কোড ইত্যাদি
কাউন্সিলের কর্ম বিভাগ
২২। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত বিভাগসমূহ সমন্বয়ে কাউন্সিলের কর্ম বিভাগ গঠিত হইবে, যথা :-
(ক) মানদণ্ড নির্ধারণী বিভাগ (Standards Setting Division);
(খ) আর্থিক প্রতিবেদন পরিবীক্ষণ বিভাগ (Financial Reporting Monitoring
Division);
(গ) নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগ (Audit Practice Review Division); এবং
(ঘ) প্রয়োগকারী বিভাগ (Enforcement Division)”
(২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতিটি বিভাগে একজন করিয়া নির্বাহী পরিচালক থাকিবেন এবং তিনি উক্ত বিভাগের প্রধান হইবেন।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs