বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৮ নং আইন )

বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও তাহাদের জীবন-মান উন্নয়নের স্বার্থে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং এতদুদ্দেশ্যে বিভিন্ন খাতের অবকাঠামোর অনুকূলে ব্যাপক বিনিয়োগ নিশ্চিতকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ এবং বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে সম্পৃক্ত করতঃ দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনিকাঠামো প্রদান ও একটি আস্থাশীল কর্তৃপক্ষ সৃষ্টির উদ্দেশ্যে এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ ও তাহাদের জীবনমান- উন্নয়নের স্বার্থে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং এতদুদ্দেশ্যে বিভিন্ন খাতের অবকাঠামোর অনুকূলে ব্যাপক বিনিয়োগ নিশ্চিতকল্পে সরকারের পাশাপাশি বেসরকারি অংশগ্রহণ এবং বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে সম্পৃক্ত করতঃ দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বিনিয়োগে আকৃষ্ট করে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব সৃষ্টির আইনিকাঠামো প্রদান ও একটি আস্থাশীল কর্তৃপক্ষ সৃষ্টির উদ্দেশ্যে এবং তৎসংশ্লিষ্ট বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল:

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। পাবলিক পাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

৫। পিপিপি কর্তৃপক্ষের কার্যালয়, ইত্যাদি

৬। পরিচালনা ও প্রশাসন

৭। বোর্ড অব গভর্নরস

৮। বোর্ড অব গভর্নরস এর সভা, ইত্যাদি

৯। পিপিপি কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

১০। চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা

১১। পিপিপি কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী

১২। পিপিপি কর্তৃপক্ষের মতামত ও সহায়তা গ্রহণ

১৩। পিপিপি প্রকল্প গ্রহণ

১৪। পিপিপি প্রকল্প অনুমোদন

১৫। জাতীয় অগ্রাধিকার প্রকল্প

১৬। পিপিপি প্রকল্পে সরকারি আর্থিক অংশগ্রহণ

১৭। প্রণোদনা প্রদানে সরকারের ক্ষমতা

১৮। চুক্তিকারী কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলি

১৯। বেসরকারি অংশীদার নির্বাচন প্রক্রিয়া

২০। অযাচিত প্রস্তাব (Unsolicited Proposal)

২১। নেগোসিয়েশন

২২। প্রকল্প কোম্পানি গঠন

২৩। পিপিপি চুক্তি সম্পাদন

২৪। দুর্নীতিমূলক অপরাধের মামলা

২৫। স্বার্থের সংঘাত

২৬। অংশীদারিত্ব চুক্তির শর্তাবলি

২৭। নিয়ন্ত্রণকারী আইন (Governing Law)

২৮। প্রবেশাধিকার

২৯। লেভি নির্ধারণ, আরোপ ও সমন্বয়

৩০। বিরোধ নিষ্পত্তি

৩১। সামাজিক বিচার্য বিষয়

৩২। অভিযোগ, পুনরীক্ষণ ও আপত্তির পদ্ধতি

৩৩। গণপণ্য ও গণসেবা ব্যবহারকারীর অভিযোগ নিষ্পত্তি

৩৪। গোপনীয়তা

৩৫। মূল্য, বকেয়া এবং ফি আদায়

৩৬। অসুবিধা [দূরীকরণার্থে সরকারের] ক্ষমতা

৩৭। তহবিল, ইত্যাদি

৩৮। ঋণ গ্রহণ ও বিনিয়োগ

৩৯। বার্ষিক বাজেট বিবরণী

৪০। হিসাব রক্ষণ ও নিরীক্ষা

৪১।

৪২। ক্ষমতা অর্পণ

৪৩। বার্ষিক প্রতিবেদন, ইত্যাদি

৪৪। বিধি প্রণয়নের ক্ষমতা

৪৫। প্রবিধি প্রণয়নের ক্ষমতা

৪৬। পিপিপি নীতিমালা প্রণয়নে পিপিপি কর্তৃপক্ষের ক্ষমতা

৪৭। বিদ্যমান নীতিমালা রহিতকরণ ও হেফাজত।-

৪৮। বিদ্যমান পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অফিসের পরিসম্পদ, ইত্যাদির হেফাজত

৪৯। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ