প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫

( ২০১৫ সনের ১৮ নং আইন )

ষষ্ঠ অধ্যায়

অংশীদারিত্ব চুক্তির শর্তাবলি

অংশীদারিত্ব চুক্তির শর্তাবলি

২৬। (১) এই আইন, তদ্‌ধীন প্রণীত প্রবিধিমালা ও সম্মত শর্তাবলি সাপেক্ষে, চুক্তিকারী কর্তৃপক্ষ অংশীদারিত্ব চুক্তি প্রণয়ন করিবে।

 
 

(২) চুক্তিকারী কর্তৃপক্ষ ও নির্বাচিত বেসরকারি অংশীদারের আইনগত সম্পর্ক, ঝুঁকির বন্টন ও উহাদের অধিকার ও দায়-দায়িত্ব অংশীদারিত্ব চুক্তির শর্তাবলি দ্বারা নির্ধারিত হইবে।

 
 

(৩) উপ-ধারা (১) ও (২) এর পরিধিকে সীমিত না করিয়া, পিপিপি চুক্তিতে নিম্ন-বর্ণিত যে কোন বা সকল বিষয়াদি সংক্রান্ত বিধান থাকিতে পারিবে, যথা:-

 
 

(ক) প্রকল্পের ধরন;

 
 

(খ) পিপিপি চুক্তির মেয়াদ;

 
 

(গ) 1[গণপণ্য] ও গণসেবা;

 
 

(ঘ) কারিগরি নমূনা ও প্রতিপালন মানদন্ড;

 
 

(ঙ) পরিবেশগত ও নিরাপত্তা চাহিদা;

 
 

(চ) বাস্তবায়ন নির্দেশক এবং সমাপ্তির তারিখ;

 
 

(ছ) লেভী আদায়ের মাধ্যমে ব্যয় পুনরুদ্ধার পরিকল্পনা ও উহা সমন্বয়ের কৌশল;

 
 

(জ) নির্মাণ কার্য ও পরিচালনা অঙ্গীকারনামা;

 
 

(ঝ) বীমা;

 
 

(ঞ) স্বীকৃতি পরীক্ষা (Acceptance test) ও পদ্ধতি;

 
 

(ট) পিপিপি চুক্তির পক্ষসমূহের অধিকার ও দায়িত্ব, ঝুঁকি বন্টন;

 
 

(ঠ) সরকারি আর্থিক অংশগ্রহণের ধরন ও পরিমাণ;

 
 

(ড) পিপিপি চুক্তি সমাপ্তিতে সম্পদ হস্তান্তর (যদি থাকে);

 
 

(ঢ) হস্তান্তর পরবর্তী নির্ভরপত্র এবং পদ্ধতি;

 
 

(ণ) প্রতিবেদন দাখিল;

 
 

(ক) চুক্তিকারী কর্তৃপক্ষের তত্ত্বাবধান কৌশল;

 
 

(থ) সম্পদের মালিকানা;

 
 

(দ) প্রাকৃতিক বিপর্যয়কালীন তাৎক্ষণিক পদক্ষেপ;

 
 

(ধ) নিয়ন্ত্রণকারী আইন (Governing Law);

 

(ন) সালিশী ব্যবস্থা;

 
 

(প) প্রকল্প এলাকার উপর অধিকার; এবং

 
 

(ফ) নিরাপত্তা স্বার্থ।

 
 

(৪) আপাতত বলবৎ অন্য কোন আইন বা আইনের মর্যাদাসম্পন্ন দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, অংশীদারিত্ব চুক্তি পক্ষগণের সম্মত ভাষায় প্রণয়ন করা যাইবে।


Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs