প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন, ২০১৬

( ২০১৬ সনের ২ নং আইন )

বাহিনীর সদস্যদের শ্রেণী ও পদমর্যাদা
৬। বাহিনীর সদস্যদের পদমর্যাদা নিম্নবর্ণিত শ্রেণী এবং ক্রমানুসারে হইবে, যথা:-
 
 
(ক) কর্মকর্তার শ্রেণী -
 
 
(১) চীফ ইন্সপেক্টর;
 
 
(২) ইন্সপেক্টর;
 
 
(৩) সাব-ইন্সপেক্টর; এবং
 
 
(৪) সহকারী সাব-ইন্সপেক্টর;
 
 
(খ) অন্যান্য পদমর্যাদার শ্রেণী -
 
 
(১) হাবিলদার;
 
 
(২) নায়েক; এবং
 
 
(৩) সিপাহী।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs