বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬

( ২০১৬ সনের ৮ নং আইন )

Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশে প্রণীত আইন
যেহেতু Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) এর বিষয়বস্তু বিবেচনাপূর্বক উহা রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা আবশ্যক; এবং
 
 
যেহেতু বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানী তৈল আমদানি, পরিশোধন ও প্রক্রিয়াকরণ, লুব্রিকেন্টস ব্লেন্ডিকরণ, জ্বালানী তৈল জাতীয় পদার্থের উপজাত এবং লুব্রিকেন্টস (প্রাকৃতিক গ্যাস ব্যতীত) পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, রপ্তানি ও বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যাদি সম্পাদন করিবার জন্য ইতোপূর্বে গঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রতিষ্ঠানটির কর্মের ধারাবাহিকতা রক্ষার্থে আইন পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
সেহেতু এতদ্‌দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। কর্পোরেশন প্রতিষ্ঠা

৪। অনুমোদিত মূলধন

৫। প্রধান কার্যালয়

৬। পরিচালনা ও প্রশাসন

৭। পরিচালনা পর্ষদ

৮। চেয়ারম্যান ও পরিচালকগণের কার্যাবলী

৯। চেয়ারম্যান ও পরিচালকগণের অযোগ্যতা ও অপসারণ

১০। পরিচালনা পর্ষদের সভা

১১। কর্পোরেশনের কার্যাবলী

১২। নতুন কোম্পানী গঠন

১৩। সংরক্ষিত তহবিল

১৪। অপরিশোধিত তৈল, ইত্যাদি বিক্রয়ের উপর লাভ

১৫। হিসাব পরিচালন

১৬। বিনিয়োগ

১৭। শেয়ার বিক্রয়

১৮। সংঘ স্মারক ও সংঘ বিধির সংশোধন, ইত্যাদি

১৯। ভূমি অধিগ্রহণ, ইত্যাদি

২০। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, ইত্যাদি

২১। জনসেবক

২২। বাজেট

২৩। হিসাবরক্ষণ ও নিরীক্ষা

২৪। বার্ষিক প্রতিবেদন

২৫। ক্ষমতা অর্পণ

২৬। কর্পোরেশনের অবসায়ন

২৭। বিধি প্রণয়নের ক্ষমতা

২৮। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

২৯। কতিপয় কার্যাবলী ও অধিকার স্থানান্তর, ইত্যাদি

৩০। তফসিল সংশোধন

৩১। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৩২। রহিতকরণ ও হেফাজত

তফসিল

SCHEDULE