বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

( ২০১৬ সনের ৯ নং আইন )

কোস্ট গার্ড বাহিনীকে অত্যাধুনিক ও যুগোপযোগী হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে বিদ্যমান আইন সুসংহতকরণপূর্বক উহা পুনঃপ্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু বাংলাদেশের সামুদ্রিক এলাকা, কতিপয় অন্যান্য জলসীমা, উপকূলীয় অঞ্চল এবং বাংলাদেশের ভৌগলিক সীমারেখায় সার্বভৌমত্ব সংরক্ষণ, অপরাধ সংঘটন প্রতিরোধ, সম্পদের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা, অবৈধ অনুপ্রবেশ রোধ, জলসীমা সন্নিহিত স্থলভাগের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঐ সকল এলাকায় জাতীয় স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নামে একটি আধা-সামরিক বাহিনী গঠন, উহার নিয়ন্ত্রণ, পরিচালনা, শৃঙ্খলা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিদ্যমান কোস্ট গার্ড আইন, ১৯৯৪ সুসংহতকরণপূর্বক উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। বাহিনী ও উহার গঠন

৫। কোস্ট গার্ড বাহিনী

৬। অধিভুক্ত ব্যক্তি

৭। বাহিনীর সদর দপ্তর

৮। মহাপরিচালক, ইত্যাদি

৯। বাহিনীর তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণ

১০। বাহিনীর কার্যাবলী

১১। বাহিনীর সদস্যগণের ক্ষমতা

১২। বাহিনীর সদস্যগণের দায়িত্ব

১৩। বাহিনীর শৃঙ্খলা

১৪। গেফতারকৃত ব্যক্তি, ইত্যাদি সোপর্দকরণ

১৫। ক্ষমতা অর্পণ

১৬। মহাপরিচালকের নির্দেশ জারির ক্ষমতা

১৭। বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে বিদেশিদের অযোগ্যতা

১৮। কর্মকর্তাগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী

১৯। জুনিয়র কর্মকর্তা ও পদবিধারী কোস্ট গার্ড সদস্যগণের নিয়োগ, পদোন্নতি ও চাকরির অন্যান্য শর্তাবলী

২০। ট্রেড ইউনিয়ন, ডকুমেন্ট পকাশ, ইত্যাদি সম্পর্কিত সীমাবদ্ধতা

২১। বাহিনীর সদস্যগণের বদলী ও ছুটি

২২। বাহিনীর সদস্যগণের চাকরি হইতে বরখাস্ত বা অপসারণ বা অব্যাহতি

২৩। চাকরি অবসানের সনদ

২৪। প্রশাসনিক আদেশে পদাবনমন

২৫। চাকরি অবসান ও পদাবনমন আদেশের বিরুদ্ধে প্রতিকার

২৬। শত্রু সম্পর্কিত গুরুতর অপরাধ

২৭। শক্র সম্পর্কিত অন্যান্য অপরাধ

২৮। যুদ্ধাবস্থায় বা সক্রিয় কর্তব্য অবস্থায় অপরাধ

২৯। বিদ্রোহ

৩০। চাকরি হইতে পলায়ন, ইত্যাদি

৩১। ছুটি ব্যতীত অনুপস্থিতি

৩২। উর্ধ্বতন কর্মকর্তার প্রতি অপরাধজনক বল পয়োগ ও হুমকি প্রদর্শন

৩৩। অধঃস্তন ব্যক্তিকে আঘাত

৩৪। আইনানুগ আদেশ অমান্যকরণ

৩৫। গ্রেপ্তারকালীন অবাধ্যতা ও প্রতিবন্ধকতা

৩৬। মিথ্যা তথ্য প্রদান

৩৭। প্রতারণামূলক অপরাধ

৩৮। স্বেচ্ছা অসুস্থতা, নির্দয় বা অশালীন আচরণ, ইত্যাদি

৩৯। কর্তব্যে অবহেলা, উৎকোচ গ্রহণ, ইত্যাদি

৪০। জুয়াখেলা, মাতলামী করা, ইত্যাদি

৪১। বন্দী সম্পর্কিত অপরাধ

৪২। সরকারি সম্পত্তি বিনষ্টকরণ, হারানো, ইত্যাদি

৪৩। মিথ্যা অভিযোগ আনয়ন

৪৪। সরকারি দলিল জালকরণ ও মিথ্যা ঘোষণা

৪৫। সাদা কাগজে স্বাক্ষর ও প্রতিবেদন উপস্থাপনে ব্যর্থতা

৪৬। কোস্ট গার্ড আদালত ও তদন্ত পর্ষদ সংক্রান্ত অপরাধ

৪৭। অবৈধভাবে বেতন স্থগিতকরণ

৪৮। বলপূর্বক ও অবৈধভাবে অর্থ, সম্পদ, ইত্যাদি গ্রহণ

৪৯। অশোভন আচরণ

৫০। শৃঙ্খলা পরিপন্থি কার্য বা বিচ্যুতি

৫১। বিবিধ অপরাধ

৫২। অপরাধ সংঘটনের প্রচেষ্টা

৫৩। অপরাধ সংঘটনের প্ররোচনা

৫৪। অসামরিক অপরাধ

৫৫। কোস্ট গার্ড আদালত কর্তৃক বিচার্য নয় এমন অসামরিক অপরাধ

৫৬। কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদেয় দণ্ড

৫৭। কোস্ট গার্ড আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডের বিকল্প

৫৮। দণ্ড সম্পর্কিত বিশেষ বিধান

৫৯। কোস্ট গার্ড আদালত ব্যতীত অন্য পদ্ধতিতে প্রদেয় দণ্ড

৬০। কর্মকর্তা ও জুনিয়র কর্মকর্তাদের লঘু দণ্ড

৬১। লঘু দণ্ড পুনর্বিবেচনা

৬২। অভিযুক্ত গ্রেপ্তার

৬৩। গ্রেপ্তারের ক্ষেত্রে অধিনায়কের কর্তব্য

৬৪। গ্রেপ্তার ও বিচার শুরুর মধ্যবর্তী সময়ে করণীয়

৬৫। অসামরিক কর্তৃপক্ষ কর্তৃক গ্রেপ্তার

৬৬। পলাতকের গ্রেপ্তার

৬৭। অভিযোগের তদন্ত সম্পর্কিত বিধান

৬৮। কোস্ট গার্ড প্রভোস্ট

৬৯। কোস্ট গার্ড আদালতের প্রকারভেদ

৭০। স্পেশাল কোস্ট গার্ড আদালত

৭১। স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত

৭২। সামারি কোস্ট গার্ড আদালত

৭৩। কোস্ট গার্ড আদালতের বিলুপ্তি, নতুন সদস্য অন্তর্ভুক্তি, ইত্যাদি

৭৪। দ্বিতীয়বার বিচার সম্পর্কে রক্ষণ

৭৫। অধিভুক্ততা সমাপ্ত হইয়াছে এমন অপরাধীর দায়বদ্ধতা

৭৬। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে আইনের অধিভুক্ততা

৭৭। বিচারের স্থান

৭৮। কোস্ট গার্ড আদালত ও অসামরিক আদালতের যৌথ এখতিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত

৭৯। অপরাধী হস্তান্তরের ক্ষেত্রে অসামরিক আদালতের ক্ষমতা

৮০। আপত্তি

৮১। সদস্য, আইন কর্মকর্তা ও সাক্ষীর শপথ গ্রহণ

৮২। সদস্যগণের ভোটদান

৮৩। সাক্ষী সম্পর্কিত সাধারণ নিয়ম

৮৪। ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা, ইত্যাদির সাক্ষ্যমূল্য

৮৫। সাক্ষীর প্রতি সমন

৮৬। সাক্ষীকে পরীক্ষা করিবার কমিশন

৮৭। কমিশন কর্তৃক সাক্ষীকে পরীক্ষা

৮৮। অভিযোগ গঠন করা হয় নাই এমন অপরাধে দণ্ড প্রদান

৮৯। কোস্ট গার্ড বাহিনীর সদস্য তালিকাভুক্তির ফরম

৯০। কতিপয় দলিলের সাক্ষ্যমূল্য

৯১। অভিযুক্ত কর্তৃক সরকারি কর্মকর্তার বরাত

৯২। পূর্বের দণ্ড এবং সাধারণ চরিত্র সম্পর্কিত সাক্ষ্য

৯৩। অভিযুক্ত অপ্রকৃতিস্থ হইবার ক্ষেত্রে বিধান

৯৪। অপ্রকৃতিস্থ অভিযুক্ত ব্যক্তির সুস্থ হইবার পর বিচার

৯৫। অপ্রকৃতিস্থ অভিযুক্তের অবমুক্তি

৯৬। মালামালের হেফাজত ও নিষ্পত্তি সম্পর্কে আদেশ

৯৭। মালামালের বিলি-বন্টন

৯৮। কোস্ট গার্ড আদালতের ক্ষমতা

৯৯। রায় ও দণ্ডাদেশ অনুমোদন

১০০। স্পেশাল কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদন করিবার ক্ষমতা

১০১। স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদন করিবার ক্ষমতা

১০২। শর্ত আরোপের ক্ষমতা

১০৩। রায় অনুমোদনকারী কর্তৃক দণ্ডের মাত্রা হ্রাস, লাঘব, ইত্যাদি

১০৪। রায় বা দণ্ডাদেশ পুনর্নিরীক্ষণ (Revision)

১০৫। সামারি কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশ

১০৬। সামারি কোস্ট গার্ড আদালতের কার্যধারা প্রেরণ

১০৭। ত্রুটিপূর্ণ রায় অথবা দণ্ডাদেশের প্রতিস্থাপন

১০৮। কোস্ট গার্ড আদালতের রায় ও দণ্ডাদেশের বিরুদ্ধে প্রতিকার

১০৯। কোস্ট গার্ড আদালতের কার্যধারা বাতিলকরণ

১১০। কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল

১১১। কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল গঠন

১১২। কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার ও ক্ষমতা

১১৩। আদালতের এখতিয়ার বারিত

১১৪। মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করিবার পদ্ধতি

১১৫। যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম কারাদণ্ডের মেয়াদ গণনা

১১৬। যাবজ্জীবন কারাদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড কার্যকরকরণ

১১৭। বিশেষ ক্ষেত্রে কারাদণ্ডাদেশ কার্যকরকরণ

১১৮। যাবজ্জীবন ও সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কয়েদীর অন্তর্বর্তীকালীন আটক

১১৯। অসামরিক কারা কর্তৃপক্ষের নিকট সংশোধিত ওয়ারেন্ট প্রেরণ

১২০। জরিমানার দণ্ড কার্যকরকরণ

১২১। সরকার ও মহাপরিচালক কর্তৃক ক্ষমা ও লাঘব

১২২। শর্তযুক্ত ক্ষমা, লাঘব বা প্যারোলে মুক্তি বাতিলকরণ

১২৩। যাবজ্জীবন কারাদণ্ড ও সশ্রম কারাদণ্ডের দণ্ডাদেশ স্থগিতকরণ

১২৪। স্থগিতকরণের প্রেক্ষিতে দণ্ডাদেশ মুলতবি রাখিবার আদেশ

১২৫। দণ্ড স্থগিতকরণের প্রেক্ষিতে মুক্তি

১২৬। স্থগিত দণ্ডাদেশের ক্ষেত্রে সময় গণনা

১২৭। স্থগিতকরণ, বাতিল অথবা লাঘবের আদেশ প্রদানের ক্ষমতা

১২৮। দণ্ডাদেশ স্থগিতকরণ পরবর্তী পুনর্বিবেচনা

১২৯। দণ্ডাদেশ স্থগিতকরণের পর নূতন দণ্ড আরোপের পদ্ধতি

১৩০। স্থগিতকরণ আদেশের পরিধি

১৩১। বরখাস্তের উপর স্থগিতকরণ ও লাঘবের প্রভাব

১৩২। বিধি প্রণয়নের ক্ষমতা

১৩৩। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

১৩৪। রহিতকরণ ও হেফাজত

১৩৫। আইনের ইংরেজীতে অনূদিত পাঠ প্রকাশ

তফসিল

SCHEDULE