কোস্ট গার্ড বাহিনী
৫। (১) সরকার কর্তৃক, সময় সময়, নির্ধারিত সংখ্যক নিম্নবর্ণিত কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবিধারী কোস্ট গার্ড সদস্য এবং এই আইনের অধীন নিয়োগপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী সমন্বয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী গঠিত হইবে, যথা :-
(ক) কর্মকর্তা -
(১) মহাপরিচালক,
(২) অতিরিক্ত মহাপরিচালক,
(৩) উপ-মহাপরিচালক,
(৪) কোস্ট গার্ড সচিব,
(৫) জাজ এ্যাডভোকেট জেনারেল,
(৬) প্রধান পরিদর্শক ও মান নিয়ন্ত্রক,
(৭) পরিচালক,
(৮) অতিরিক্ত পরিচালক,
(৯) উপ-পরিচালক,
(১০) রিজিওনাল কমান্ডার,
(১১) জোনাল কমান্ডার,
(১২) কমান্ডিং অফিসার/ কমান্ড্যান্ট,
(১৩) নির্বাহী কর্মকর্তা/ ডেপুটি কমান্ড্যান্ট; এবং
(১৪) অন্যান্য পদবির কর্মকর্তা (অসামরিক)।
ব্যাখ্যা : অন্যান্য পদবির কর্মকর্তা (অসামরিক) বলিতে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রণীত চাকরি বিধি অনুসারে নিয়োগপ্রাপ্ত অন্যান্য অসামরিক কর্মকর্তাকে বুঝাইবে।
(খ) জুনিয়র কর্মকর্তা -
(১) মাস্টার চীফ পেটি অফিসার,
(২) সিনিয়র চীফ পেটি অফিসার,
(৩) চীফ পেটি অফিসার, এবং
(৪) পেটি অফিসার ;
(গ) পদবিধারী কোস্ট গার্ড সদস্য -
(১) লিডিং সেইলর,
(২) অ্যাবল সেইলর, এবং
(৩) অর্ডিনারি সেইলর ; এবং
(ঘ) এই আইনের ধারা ৪ এর উপ-ধারা (৩) ও (৪) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
(২) যুদ্ধাবস্থা চলাকালীন সময়ে কিংবা সরকার কর্তৃক প্রজ্ঞাপন দ্বারা অপারেশন ও প্রশিক্ষণের জন্য বা অপর কোন জরুরি বা বিশেষ কারণে কোন কর্তব্যকে সক্রিয় কর্তব্য ঘোষণা করা হইলে উক্ত কর্তব্যের জন্য যাহাদিগকে কোস্ট গার্ড বাহিনীকে সহায়তার জন্য তলব করা হয় তাহাদিগকেও উক্ত সহায়তাকালীন সময়ের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর কর্মকর্তা বা সদস্য হিসাবে গণ্য করা হইবে এবং উক্তরূপভাবে নিয়োজিত থাকাকালে কোন কর্মকর্তা বা সদস্য চাকরির শৃঙ্খলা ভঙ্গ করিলে বা এই আইনের অধীন কোন অপরাধ সংঘটন করিলে, এই আইন ও তদধীন প্রণীত বিধি বা প্রবিধান অনুযায়ী দণ্ডিত হইবেন।