প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

( ২০১৬ সনের ৯ নং আইন )

অষ্টম অধ্যায়

আদালতের গঠন, এখতিয়ার ও ক্ষমতা

কোস্ট গার্ড আদালতের প্রকারভেদ
৬৯। এই আইনের উদ্দেশ্য পুরণকল্পে, নিম্নবর্ণিত ৩(তিন) প্রকারের কোস্ট গার্ড আদালত থাকিবে, যথা :
 
 
(ক) স্পেশাল কোস্ট গার্ড আদালত;
 
 
(খ) স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত; এবং
 
 
(গ) সামারি কোস্ট গার্ড আদালত।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs