প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

( ২০১৬ সনের ৯ নং আইন )

দশম অধ্যায়

রায় অনুমোদন, পুনর্বিবেচনা, ইত্যাদি

রায় ও দণ্ডাদেশ অনুমোদন
৯৯। এই আইনের বিধানানুসারে অনুমোদিত না হওয়া পর্যন্ত স্পেশাল কোস্ট গার্ড আদালত ও স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালতের কোন রায় বা দণ্ডাদেশ কার্যকর করা যাইবে না।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs