প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

বাংলাদেশ কোস্ট গার্ড আইন, ২০১৬

( ২০১৬ সনের ৯ নং আইন )

একাদশ অধ্যায়

আপিল

কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনাল
১১০। (১) কোস্ট গার্ড আদালতের নিম্নবর্ণিত দণ্ডাদেশের বিরুদ্ধে কোস্ট গার্ড আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাইবে, যথা:-
 
 
(ক) চাকরি হইতে বরখাস্ত;
 
 
(খ) অসামরিক কারাগারে ভোগযোগ্য যে কোন মেয়াদের সশ্রম কারাদণ্ড;
 
 
(গ) যাবজ্জীবন কারাদণ্ড; এবং
 
 
(ঘ) মৃত্যুদণ্ড।
 
 
(২) দণ্ডাদেশ জারির তারিখ হইতে ৬০ (ষাট) কার্যদিবসের মধ্যে এই ধারার অধীন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপিল দায়ের করিতে হইবে।
 
 

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs