পেট্রোলিয়াম আইন, ২০১৬

( ২০১৬ সনের ৩২ নং আইন )

Petroleum Act, 1934 রহিতক্রমে কতিপয় সংশোধনসহ উহা পুনঃ প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন

যেহেতু পেট্রোলিয়াম এবং অন্যান্য প্রজ্জ্বলনীয় পদার্থ আমদানি, পরিবহন, মজুদ, উৎপাদন, শোধন, মিশ্রণ বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনঃব্যবহার উপযোগীকরণ, বিপণন ও বিতরণ সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে Petroleum Act, 1934 (Act No. XXX of 1934) রহিতক্রমে কতিপয় সংশোধনসহ উহা পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;

 
 
 

সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ ও বিতরণ

৫। পেট্রোলিয়াম উৎপাদন, শোধন, মিশ্রণ, ইত্যাদি

৬। কতিপয় ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হইবে না

৭। মোটরযান বা স্থির ইঞ্জিনের (stationary engines) ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ হইতে অব্যাহতি

৮। প্রথম শ্রেণির পেট্রোলিয়ামের আধারে (receptacles) সতর্কবাণী প্রদর্শন

৯। অব্যাহতি

১০। স্থান পরিদর্শন

১১। লাইসেন্স, ইত্যাদি

১২। লাইসেন্স ইস্যুকরণ

১৩। পেট্রোলিয়ামের নমুনা সংগ্রহ

১৪। আদর্শ পরীক্ষণ সরঞ্জাম

১৫। পরীক্ষণ সরঞ্জামের সনদপত্র প্রদান

১৬। পরীক্ষণ কর্মকর্তা

১৭। পরীক্ষণের ধরন

১৮। পরীক্ষণ সনদ

১৯। পুনঃপরীক্ষণের অধিকার

২০। এই আইনের বিধান লঙ্ঘন করিবার দণ্ড

২১। পেট্রোলিয়াম এবং ধারণপাত্র বাজেয়াপ্তকরণ

২২। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

২৩। প্রবেশ এবং তল্লাশির ক্ষমতা

২৪। পেট্রোলিয়ামজনিত দুর্ঘটনা সম্পর্কিত প্রতিবেদন

২৫। পেট্রোলিয়ামজনিত গুরুতর দুর্ঘটনার অনুসন্ধান

২৬। অপরাধের বিচার

২৭। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

২৮। প্রতিবেদন দাখিল

২৯। অন্যান্য প্রজ্জ্বলনীয় পদার্থের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ

৩০। স্থানীয় কর্তৃপক্ষের ক্ষমতা সীমিতকরণ

৩১। বিধি প্রণয়নের ক্ষমতা

৩২। নির্দেশনা প্রদানের বিশেষ ক্ষমতা

৩৩। অসুবিধা দূরীকরণ

৩৪। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ

৩৫। রহিতকরণ ও হেফাজত

Authentic English Text

Authentic English Text