প্রিন্ট ভিউ

[সেকশন সূচি]

যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬

( ২০১৬ সনের ৩৩ নং আইন )

বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি
৬। (১) বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :-
 
 
(ক) এই আইনের অধীন অনুদান বা পুরস্কার প্রদানের নিমিত্ত নীতিমালা প্রণয়ন;
 
 
(খ) সিলেকশন কমিটির সুপারিশক্রমে -
 
 
(অ) বিভিন্ন যুবসংগঠনকে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান; এবং
 
 
(আ) সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদেরকে পুরস্কার প্রদান;
 
 
(গ) তহবিলের অর্থ হইতে ব্যয় অনুমোদন; এবং
 
 
(ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যুবদের বা যুব সংগঠনের কল্যাণে প্রয়োজনীয় অনুরূপ অন্য যে কোন কার্য করা।
 
 
(২) বোর্ড কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিব দায়ী থাকিবেন।

Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs