বোর্ড গঠন
৭। নিম্ন-বর্ণিত ১৫ (পনেরো) সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:-
(ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন;
(খ) সচিব, সেতু বিভাগ, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;
(গ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়;
(ঘ) সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ;
(ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়;
(চ) সচিব, বিদ্যুৎ বিভাগ;
(ছ) সচিব, ভূমি মন্ত্রণালয়;
(জ) সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়;
(ঝ) সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ;
(ঞ) সচিব, অর্থ বিভাগ;
(ট) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ;
(ঠ) সদস্য, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন;
(ড) সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ;
(ঢ) সচিব, রেলপথ মন্ত্রণালয়; এবং
(ণ) নির্বাহী পরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন।