Toggle navigation
Home
Laws of Bangladesh
Chronological Index
Alphabetical Index
Law Search
Related Links
Contact Us/Feedback
Old Website
Help
How to Search
How to Print
Glossary
Roman Number
Contact Us/Feedback
বাংলা
|
English
প্রিন্ট ভিউ
[সেকশন সূচি]
রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬
( ২০১৬ সনের ৪২ নং আইন )
[ ১৩ অক্টোবর, ২০১৬ ]
সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১) ‘‘অবসরভাতা’’ অর্থ এইরূপ কোন ভাতা, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরকালীন ভাতা হিসাবে মাসিক ভিত্তিতে প্রদেয় হয়;
(২) ‘‘আনুতোষিক’’ অর্থ এইরূপ কোন এককালীন অর্থ, যাহা কোন সাবেক রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট পদের দায়িত্ব পালনের জন্য অবসরভাতার পরিবর্তে প্রদেয় হয়; এবং
(৩) ‘‘রাষ্ট্রপতি’’ অর্থ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ের ১৫২ অনুচ্ছেদে সংজ্ঞায়িত কোন রাষ্ট্রপতি।
Copyright
©
2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs