রহিতকরণ ও হেফাজত
৯। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে President’s Pension Ordinance, 1979 (Ordinance No. XVIII of 1979) রহিত হইবে।
(২) উপ-ধারা (১)-এর অধীন রহিত অধ্যাদেশের অধীন কৃত কোন কার্য বা গৃহীত কোন ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
Copyright © 2019, Legislative and Parliamentary Affairs Division
Ministry of Law, Justice and Parliamentary Affairs