বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬

( ২০১৬ সনের ৪৩ নং আইন )

Foreign Donations (Voluntary Activities) Regulation Ordinance, 1978 এবং Foreign Contributions (Regulation) Ordinance, 1982 রহিতক্রমে উহাদের বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদা অনুযায়ী পরিমার্জনপূর্বক নূতন আইন প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Foreign Donations (Voluntary Activities) Regulation Ordinance, 1978 (Ordinance No. XLVI of 1978) এবং Foreign Contributions (Regulation) Ordinance, 1982 (Ordinance No. XXXI of 1982) রহিতক্রমে উহাদের বিধানাবলী বিবেচনাক্রমে সময়ের চাহিদা অনুযায়ী পরিমার্জনপূর্বক নূতন আইন প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল : -
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বৈদেশিক অনুদান গ্রহণক্রমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা

৪। নিবন্ধন এবং নিবন্ধন নবায়ন

৫। বৈদেশিক অনুদান গ্রহণ নিষিদ্ধ

৬। প্রকল্প অনুমোদন, ইত্যাদি

৭। এনজিও, ইত্যাদি কর্তৃক সাহায্য প্রদান

৮। বিদেশি বিশেষজ্ঞ, উপদেষ্টা বা কর্মকর্তা নিয়োগ ও বিদেশ ভ্রমণ

৯। বৈদেশিক অনুদানের হিসাব সংরক্ষণ

১০। পরিদর্শন, পরিবীক্ষণ ও পর্যবেক্ষণের ক্ষমতা

১১। গঠনতন্ত্র ও পরিচালনা পর্ষদ

১২। নিরীক্ষা ও হিসাব

১৩। প্রতিবেদন এবং ঘোষণা

১৪। অপরাধ

১৫। অপরাধের শাস্তি

১৬। ব্যুরো কর্তৃক প্রদত্ত নিবন্ধন বাতিল বা কার্যক্রম স্থগিত, ইত্যাদির ক্ষেত্রে করণীয়

১৭। আপিল

১৮। এনজিওদের সংগঠন

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। নির্বাহী আদেশ জারি

২১। রহিতকরণ ও হেফাজত

২২। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ