বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৬

( ২০১৬ সনের ৪৬ নং আইন )

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠন ও তদ্‌সম্পর্কিত বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠন ও তদ্‌সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল, যথা:-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠন

৪। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের লক্ষ্য

৫। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের দায়িত্ব ও কর্তব্য

৬। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন

৭। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের কার্যাবলী

৮। মহাপরিচালক

৯। মহাপরিচালকের ক্ষমতা ও কর্তব্য

১০। মহাপরিচালকের ক্ষমতা অর্পণ

১১। অধিদপ্তর ও কোরের কর্মচারী

১২। উপদেষ্টা কমিটি

১৩। ইউনিট গঠন এবং বিলুপ্তকরণ

১৪। কোরের অধীন ডিভিশনসমূহ

১৫। ক্যাডেট তালিকাভুক্তি

১৬। কমিশন প্রদান, ইত্যাদি

১৭। অব্যাহতি প্রদান

১৮। শৃঙ্খলা-পরিপন্থি ও অপরাধমূলক কার্য ও ব্যবস্থা

১৯। বিধি প্রণয়নের ক্ষমতা

২০। ক্রান্তিকালীন বিধান

২১। রহিতকরণ ও হেফাজত

২২। আইনের ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ