সংজ্ঞা
২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে-
(১)‘‘অধিদপ্তর’’ অর্থ ধারা ৬ এর অধীন গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর;
(২)‘‘ইউনিট’’ অর্থ ধারা ১৩ এর অধীন গঠিত কোন ইউনিট;
(৩)‘‘উপদেষ্টা কমিটি’’ অর্থ ধারা ১২ এর অধীন গঠিত উপদেষ্টা কমিটি;
(৪)‘‘কর্মচারী’’ অর্থ অধিদপ্তর বা কোরের সরকার কর্তৃক অনুমোদিত কোন স্থায়ী পদে নিযুক্ত কোন কর্মচারী;
(৫)‘‘কোর’’ (Corps) অর্থ ধারা ৩ এর অধীন গঠিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর;
(৬)‘‘ক্যাডেট’’ অর্থ ধারা ১৫ এর অধীন তালিকাভুক্ত কোন শিক্ষার্থী;
(৭)‘‘তালিকাভুক্ত’’ অর্থ এই আইনের অধীন কোরে তালিকাভুক্ত;
(৮)‘‘নির্দেশাবলী’’ অর্থ এই আইন বা বিধির অধীন মহাপরিচালক কর্তৃক, সময়ে সময়ে, জারীকৃত কোন নির্দেশ;
(৯)‘‘নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত;
(১০)‘‘বাহিনী’’ অর্থ এই আইনের অধীন গঠিত কোর;
(১১)‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;
(১২)‘‘মহাপরিচালক’’ অর্থ অধিদপ্তরের মহাপরিচালক;
(১৩)‘‘স্বীকৃত বিদ্যালয়’’, ‘‘স্বীকৃত মহাবিদ্যালয়’’ বা ‘‘স্বীকৃত বিশ্বদ্যিালয়’’ অর্থ আপাতত বলবৎ কোন আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কর্তৃক স্বীকৃত অন্য কোন বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইহার অন্তর্ভুক্ত হইবে।