বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬

( ২০১৬ সনের ৪৯ নং আইন )

জনসাধারণকে স্বল্পব্যয়ে দ্রুত ও উন্নত সড়ক নির্ভর বাস ভিত্তিক গণপরিবহন সেবা প্রদানের লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট ব্যবস্থার অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু জনসাধারণের জন্য নির্বিঘ্নে, স্বল্পব্যয়ে, দ্রুত ও উন্নততর সড়ক নির্ভর যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক; এবং
 
 
 
 
যেহেতু জনসাধারণকে স্বল্পব্যয়ে দ্রুত ও উন্নত সড়ক নির্ভর বাস ভিত্তিক গণপরিবহন সেবা প্রদানের লক্ষ্যে বাস র‌্যাপিড ট্রানজিট ব্যবস্থার অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং তদ্‌সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজন;
 
 
 
 
সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল: -

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রবর্তন ও প্রয়োগ

২। সংজ্ঞা

৩। আইনের প্রাধান্য

৪। ভূমি অধিগ্রহণ

৫। বিশেষ বিধান

৬। ধারা ৫ এর বিধানাবলীর প্রাধান্য

৭। বিআরটি নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য লাইসেন্স গ্রহণ

৮। লাইসেন্সের জন্য আবেদন, ইত্যাদি

৯। লাইসেন্স ইস্যুকরণ

১০। লাইসেন্স হস্তান্তর

১১। বাছাই কমিটি

১২। সরকারি -বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিআরটি নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ

১৩। প্রবেশাধিকার

১৪। নাগরিক সুবিধাদি বন্ধকরণে বিধি-নিষেধ

১৫। বিআরটি লেনে যানবাহন প্রবেশে বিধি-নিষেধ

১৬। সড়ক পথ (Route) নির্ধারণ

১৭। কারিগরি মান অনুসরণ

১৮। কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল

ষষ্ঠ অধ্যায়

ভাড়া, ইত্যাদি

১৯। ভাড়া নির্ধারণ

২০। ভাড়া নির্ধারণ কমিটি

২১। ভাড়া সংক্রান্ত তথ্য প্রকাশ

২২। আসন সংরক্ষণ

সপ্তম অধ্যায়

পরিদর্শক ও আপিল কর্তৃপক্ষ, ইত্যাদি

২৩। পরিদর্শক নিয়োগ

২৪। পরিদর্শকের ক্ষমতা

২৫। পরিদর্শককে সহায়তা প্রদান

২৬। আপিল ও আপিল কর্তৃপক্ষ গঠন

২৭। ক্ষতিপূরণ প্রদান

২৮। আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা

২৯। মারাত্মক দুর্ঘটনার রিপোর্ট

৩০। বিআরটি বাস ও যাত্রীর বাধ্যতামূলক বীমাকরণ

৩১। বিআরটি বাস দুর্ঘটনায় তৃতীয় পক্ষের ক্ষতিপূরণ

নবম অধ্যায়

অপরাধ ও দণ্ড

৩২। লাইসেন্স ব্যতীত বিআরটি নির্মাণ, উন্নয়ন বা পরিচালনার দণ্ড

৩৩। অনুমোদন ব্যতিরেকে লাইসেন্স হস্তান্তরের দণ্ড

৩৪। প্রবেশাধিকারে বাধা প্রদানের দণ্ড

৩৫। বিআরটি নির্মাণ, উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষনসহ অন্য কোনো কর্মকাণ্ড সম্পাদনে প্রতিবন্ধকতা সৃষ্টির দণ্ড

৩৬। অননুমোদিতভাবে বিআরটির সংরক্ষিত স্থানে অনু্প্রবেশের দণ্ড

৩৭। বিআরটি বাস ও উহার যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করিবার দণ্ড

৩৮। অননুমোদিতভাবে বিআরটি টিকেট বা পাস বিক্রয় অথবা টিকেট বা পাস বিকৃত বা জাল করিবার দণ্ড

৩৯। বিআরটি বাস বা উহার যন্ত্রপাতি অপব্যবহারের দণ্ড

৪০। পরিদর্শকের দায়িত্ব পালনে বাধা প্রদান অথবা মিথ্যা ও বিভ্রান্তির তথ্য প্রদানের দণ্ড

৪১। বীমা না করিবার দণ্ড

৪২। টিকেট বা বৈধ পাস ব্যতিরেকে বিআরটি বাস ভ্রমণের দণ্ড

৪৩। কারিগরি মান অনুসরণ না করিবার দণ্ড

৪৪। লাইসেন্স গ্রহীতা কর্তৃক অপরাধ সংঘটনের দণ্ড

৪৬। অপরাধ পুনঃসংঘটনের দণ্ড

৪৫। অপরাধ সংঘটনে সহায়তা, প্ররোচনা ও ষড়যন্ত্রের দণ্ড

৪৭। অপরাধ বিচারার্থ গ্রহণ

৪৮। ফৌজদারী কার্যবিধির প্রয়োগ

৪৯। মোবাইল কোর্টের এখতিয়ার

৫০। ক্ষমতা অর্পণ

৫১। বিধি প্রণয়নের ক্ষমতা

৫২। প্রবিধান প্রণয়নের ক্ষমতা

৫৩। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ