পাট আইন, ২০১৭

( ২০১৭ সনের ৫ নং আইন )

Jute Ordinance, 1962 রহিতক্রমে উহা সুসংহতকরণ এবং পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, চাষ সম্প্রসারণ, গুণগত মান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন
যেহেতু Jute Ordinance, 1962 (Ordinance No. LXXIV of 1962) রহিতক্রমে উহা সুসংহত করিয়া এবং পাটের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, চাষ সম্প্রসারণ, গুণগত মান উন্নয়ন, পাট শিল্পের বিকাশ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়;
 
 
 
 
সেহেতু, এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল :-
 

সূচি

ধারাসমূহ

১। সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন

২। সংজ্ঞা

৩। পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও প্রসার, গবেষণা ও পাট চাষে উদ্বুদ্ধকরণে সরকারের ক্ষমতা

৪। পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের ক্ষমতা

৫। লাইসেন্স প্রদান

৬। আপিল

৭। মূল্য নির্ধারণ

৮। বেলিং চার্জ, ইত্যাদি নির্ধারণ

৯। এজেন্ট ও ব্রোকার

১০। প্রেস, গুদাম, ইত্যাদি অধিগ্রহণ

১১। সেস ধার্যকরণ

১২। চুক্তির নিবন্ধন

১৩। বিক্রয়, ইত্যাদি নিষিদ্ধকরণের ক্ষমতা

১৪। বিক্রয়ের নির্দেশ প্রদানের ক্ষমতা

১৫। পাটখড়ি হইতে বাণিজ্যিক উদ্দেশ্যে পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয় সম্পর্কে নির্দেশনা প্রদানের ক্ষমতা

১৬। তথ্যাদি তলবের ক্ষমতা

১৭। হিসাব বহি, মজুদ, ইত্যাদি আটকের ক্ষমতা

১৮। চুক্তি প্রতিপালন নিশ্চিতকরণের ক্ষমতা

১৯। দণ্ডসমূহ

২০। মিথ্যা বিবৃতির জন্য দণ্ড

২১। কোম্পানি কর্তৃক অপরাধ সংঘটন

২২। অপরাধের আমলযোগ্যতা ও আপোষযোগ্যতা

২৩। জরিমানা সংক্রান্ত বিশেষ বিধান

২৪। ক্ষমতা অর্পণ

২৫। সরল বিশ্বাসে কৃত কাজকর্ম রক্ষণ

২৬। অব্যাহতি প্রদানের ক্ষমতা

২৭। অসুবিধা দূরীকরণার্থ সরকারের ক্ষমতা

২৮। বিধি প্রণয়নের ক্ষমতা

২৯। রহিতকরণ ও হেফাজত

৩০। ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ